AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse: 'গোলের মূল্য...', গোলমোল খেয়ে কী বললেন বোলপুরবাসী?

Pujoy Pulse: ‘গোলের মূল্য…’, গোলমোল খেয়ে কী বললেন বোলপুরবাসী?

Avra Chattopadhyay

|

Updated on: Sep 21, 2025 | 4:06 PM

Share

Pujoy Pulse 2025: শনিবার সময় মতোই জেলাওয়াড়ি বেরিয়ে পড়েছিল পুজোয় পালসের ক্যান্টার। সকাল ১১টায় বোলপুরের আরতি মোড়ে পৌঁছে যায় পালসের ক্যান্টার। সেখানে থাকে বিকাল ৩টে পর্যন্ত। এরপর সেই ট্য়াবলো সোজা চলে যায় শান্তিনিকেতনের দিকে।

বোলপুর: বোলপুর জুড়ে ঘুরল পুজোয় পালস। পুজোর আগে পেল সাধারণের উষ্ণ প্রতিক্রিয়া। গত দু’বছরের ন্যয় চলতি বছরও বাঙালির পুজোর আবেগে মিশে গিয়েছে পালস। এবার আবার নতুন রূপে নেমেছে তারা। চলছে জেলাওয়াড়ি ভ্রমণ। সেই সূত্র ধরেই শনিবার গোটা দিনভর পুজোয় পালসের ক্যান্টার সময় কাটাল লাল-মাটির পথে। বোলপুর হয়ে শান্তিনিকেতন, পুজো আবহে বাঙালির মন ভাল করল পালস।

বোলপুরে পালস

শনিবার সময় মতোই জেলাওয়াড়ি বেরিয়ে পড়েছিল পুজোয় পালসের ক্যান্টার। সকাল ১১টায় বোলপুরের আরতি মোড়ে পৌঁছে যায় পালসের ক্যান্টার। সেখানে থাকে বিকাল ৩টে পর্যন্ত। এরপর সেই ট্য়াবলো সোজা চলে যায় শান্তিনিকেতনের দিকে। গোটা বিকাল পেরিয়ে সন্ধ্যার পর্যন্ত পুজোয় পালসের ক্যান্টার সময় কাটায় শান্তিনিকেতনের বুকে। সংস্থা তরফে জানা গিয়েছে, বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সেখানেই ছিল পুজোয় পালসের ক্যান্টার।

মানুষ কী বলছে?

তৃতীয় বছরে নতুন রূপে পুজোয় পালস। গত দু’বছরের তুলনায় চলতি বছর পালস এসেছে ভিন্ন স্বাদে। ফিরিয়ে দিয়েছে ‘ছোটবেলার স্বাদ’। টক-মিষ্টি স্বাদের নতুন ক্য়ান্ডির তারা নাম দিয়েছে ‘গোলমোল’ ক্যান্ডি। দেখতে গোল, কিন্তু স্বাদে গোলমাল নাকি ফাটাফাটি? মানুষ কি বলছে?

স্বাভাবিক ভাবেই পুজোর মাসে পালসের ক্যান্টার দেখে ভিড় জমিয়েছিলেন বহু পথচারিই। চেখে দেখেছেন নতুন ক্যান্ডি। আর সেই ‘গোলমোল’ খেয়ে এক পথচারি বললেন, “টক-মিষ্টি বেশ ভাল। আর ‘গোলমোল’ যেন বজায় রেখেছে গোলের মূল্য। আমাদের পৃথিবীও তো গোল।” কেউ আবার বললেন, ‘আগে কখনও খাইনি, এই প্রথম। বেশ ভাল লেগেছে।’ তবে শুধুই ক্যান্ডি চেখেই দেখা নয়। কেউ কেউ আবার ঘোরালেন ‘স্পিন দ্য হুইল’ও।

Published on: Sep 20, 2025 09:42 PM