AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heroin seized: ২ জেলা থেকে ১০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, চমকে উঠছে পুলিশও

Malda and Nadia: পুলিশ সূত্রে খবর, সোমবার মুর্শিদাবাদের বহরমপুরের দিক থেকে পাচারের জন্য এই বিপুল পরিমাণ হেরোইন পাঁচখেলা এলাকায় নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ একটি স্করপিও গাড়িকে ধাওয়া করে পাঁচখেলা এলাকায় ধরে ফেলে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন।

Heroin seized: ২ জেলা থেকে ১০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, চমকে উঠছে পুলিশও
দুই জেলা থেকে ১০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 15, 2025 | 8:40 PM
Share

শুভতোষ ভট্টাচার্য ও মহাদেব কুণ্ডু

মালদহ ও নদিয়া: একদিনে দুই জেলা থেকে ১০ কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। সোমবার মালদহে ৫ কোটি টাকার ব্রাউন সুগার-সহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। আবার এদিনই নদিয়ার পলাশী থেকে ৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। একদিনে ১০ কোটি টাকার মাদক বাজেয়াপ্তর ঘটনায় শোরগোল পড়েছে।

এদিন মালদহের ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর দিয়ে মালদহ শহরের কুলি পাড়া এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করে। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ৫ কেজি ৮০৮ গ্রাম ব্রাউন সুগার। জানা গিয়েছে, ধৃতরা কালিয়াচক এবং ইংরেজবাজারের বাসিন্দা। ধৃতদের নাম সামিউল্লাহ মোমিন, জাবিউল্লাহ মোমিন, মাসুম শেখ, সাদিকুল মোমিন এবং পিঙ্কি মাহাতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা ব্রাউন সুগার নিয়ে পাচারের জন্য জমায়েত হয়েছিল। তার আগেই তাদের গ্রেফতার করা হয়। তবে ধৃতরা এই ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, এদিন নদিয়ায় জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। অভিযান চালিয়ে কালীগঞ্জের পলাশী পাঁচখেলা এলাকা থেকে প্রায় ৫ কেজি ৬৪ গ্রাম হেরোইন-সহ দু’জনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

পুলিশ সূত্রে খবর, সোমবার মুর্শিদাবাদের বহরমপুরের দিক থেকে পাচারের জন্য এই বিপুল পরিমাণ হেরোইন পাঁচখেলা এলাকায় নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ একটি স্করপিও গাড়িকে ধাওয়া করে পাঁচখেলা এলাকায় ধরে ফেলে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। পাশাপাশি ১১ হাজার ৬৪০ টাকা নগদ, একটি স্করপিও গাড়ি ও তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি (ডিএনটি) দেবাশিস চট্টরাজ, কালীগঞ্জ জয়েন্ট বিডিও সহ কালীগঞ্জ থানার পুলিশ।