
কালনা: কেউ হুড খোলা গাড়িতে চড়ে, কেউ আবার এসি গাড়িতে কাচের ভিতর থেকেই প্রচার সারছেন। এরই মধ্যে এক অন্য ছবি দেখা গেল বর্ধমানে। তীব্র দাবদাহ আর কাঠফাটা গরমের মধ্যে এক অন্য প্রচার দেখল পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের নুসরতপুরের বাসিন্দারা। শারীরিকভাবে অক্ষম, বয়সও বেড়েছে অনেকটাই। ট্রাই সাইকেলে চেপে তিনিই নেমেছেন প্রচারে। রবি দাস। সারাজীবন সিপিএম দলের কর্মী হিসেবে কাজ করে এসেছেন। সেই সিপিএমের হয়ে প্রচার করতেই রাস্তায় নেমেছেন তিনি।
রবি দাসের বাড়ি হালিশহর। তিনি শারীরিকভাবে অক্ষম। পেশায় ক্ষেতমজুর। বরাবরই মনে প্রাণে একজন একনিষ্ঠ সিপিএম কর্মী তিনি। দলের খারাপ সময়েও পার্টি ছেড়ে যাননি। ট্রাইসাইকেলে চেপে তিনি মুর্শিদাবাদ হয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্র ঘুরে ঘুরে সিপিএমের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।
প্রচার শুরু করেছেন দোল যাত্রার আগের দিন অর্থাৎ ২৪ মার্চ। প্রথমে তিনি মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের একটি সভায় উপস্থিত হন। এরপর একে একে পার করেছেন মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্র। বর্তমানে তিনি রয়েছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনস্থ এলাকায়। যখন তিনি যে লোকসভা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে সংশ্লিষ্ট সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করছেন।
বর্তমানে তিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীরব খাঁ-র জন্য প্রচার করছেন। এইরকম একজন একনিষ্ঠ সমর্থককে দেখে নুসরতপুরের সিপিএম কর্মীরা তাঁকে দলীয় কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁর দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
রবি দাস জানান, আগামিদিনে যাতে আবার সিপিএম ক্ষমতায় আসে, সেটাই চান তিনি। পূর্বস্থলীতে দলীয় কর্মীদেই সঙ্গে দেখা করে আবারও বেরিয়ে পড়েন তিনি। ট্রাই সাইকেলে চেপে চলে যান কালনার উদ্দেশে। এরপর শ্রীরামপুরে দীপ্সিতা ধরের প্রচারে যাবেন বলেও জানিয়েছেন তিনি।