
কালনা: দিব্যি রয়েছেন তিনি। এনুমারেশন ফর্মও পূরণ করেছিলেন। কিন্তু, খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরই চমকে উঠলেন। খসড়া ভোটার তালিকায় তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে। আর তাঁর নামের পাশে মৃত লেখা দেখেই পৌরসভায় ছুটলেন পূর্ব বর্ধমানের কালনার পূর্ণ সাহা। কালনা পৌরসভার কাছে তাঁর ডেথ সার্টিফিকেট চাইলেন।
কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বাসিন্দা বছর বিয়াল্লিশের পূর্ণ সাহা। গত ১৬ নভেম্বর এনুমারেশন ফর্ম ফিলাপ করে তিনি BLO-র হাতে জমা দেন। তার রিসিভ কপিও রয়েছে তাঁর কাছে। কিন্তু নির্বাচন কমিশনের খসড়া তালিকাতে দেখা যায় তাঁর নামের পাশে লেখা মৃত। আর তা দেখেই বুধবার দুপুরে সশরীরে পূর্ণ সাহা কালনা পৌরসভাতে পৌঁছান তাঁর ডেথ সার্টিফিকেট নিতে। সেখানে বলেন, “কমিশনের খসড়া ভোটার তালিকায় আমি মৃত। আমাকে ডেথ সার্টিফিকেট দিন।” পরে পৌরসভার বাইরে বেরিয়ে তিনি বলেন, “ফর্ম পূরণের পরও আমাকে মৃত ঘোষণা করেছে। তাই ডেথ সার্টিফিকেট আনতে এসেছি।”
অভিযোগ পাওয়ার পর তৃণমূল কাউন্সিলর সন্দীপ বোস ওই এলাকায় খোঁজখবর নিয়ে দেখেন যে পূর্ণ সাহার নাম সত্যিই মৃতের তালিকায় রয়েছে। এরপরে পৌরসভা থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়, প্রশাসনের তরফ বিষয়টি দেখা হচ্ছে। পূর্ণ সাহার স্ত্রী বলেন, “BLO আমাদের বাড়িতে ফর্ম নিতে আসেননি। পাশের বাড়িতে এসেছিলেন। সেখানে আমরা সমস্ত ফর্ম দিয়ে এসেছি। উনি আমার স্বামীর এনুমারেশন ফর্মে ডেথ লিখে দিয়েছেন। আমরা দেখিনি। এখন তালিকায় মৃত দেখে ফর্ম বার করে দেখি সেখানেও ডেথ লেখা রয়েছে। আমার ও আমার শাশুড়ির নাম অবশ্য ঠিক এসেছে।”
কালনার মহকুমাশাসক জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটেছে তা নিয়ে রিপোর্ট দিতে BLO ও AERO-কে জানানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।