AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM-TMC: সিপিএমের হাতে মার খাওয়ার অভিযোগ, হাসপাতালে তৃণমূল নেতা

Purba Burdwan: খবর পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন। আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। 

CPM-TMC: সিপিএমের হাতে মার খাওয়ার অভিযোগ, হাসপাতালে তৃণমূল নেতা
গলসি থানা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 10:02 AM
Share

পূর্ব বর্ধমান: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল গলসিতে। অভিযোগের আঙুল সিপিএমের দিকে। গলসি-১ ব্লকের রামপুর গ্ৰামে। অভিযোগ, সেখানেই তৃণমূলের কার্যালয়ে সোমবার রাত ৯টা নাগাদ সিপিএমের ১০-১২ জন কর্মী গিয়ে চড়াও হন। অভিযোগ, সেখানে শ্যামল মুখোপাধ্যায় নামে এক তৃণমূল কর্মী বসেছিলেন। তাঁকে মারধর করা হয়। রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন এলাকার লোকজনও। আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।

পোতনা-পুরষার অঞ্চল সভাপতি তৃণমূলের রবিউল মল্লিকের বক্তব্য, “মদন সামন্তের নেতৃত্বে এই ঝামেলা হয়। আমাদের লোকেরা পার্টি অফিসে বসেছিল। জনা ১২ লোক এসে আমাদের তৃণমূল কর্মীকে মারধর করে। সিপিএমের লোকজনের সঙ্গে এমনও কয়েকজন ছিল যারা দিনে তৃণমূল আর রাতে সিপিএম।” তবে কি নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বও থাকতে পারে? রবিউল তা মানতে চাননি।

অন্যদিকে ডিওয়াইএফআইয়ের জেলা কমিটির সদস্য মনসিজ হোসেনের দাবি, ভোটের ময়দানে না পেরে এখন জনপ্রতিনিধিকে টপকে কাজ দেখাতে চাইছে তৃণমূল। যা গ্রামের মানুষ ভালভাবে নিচ্ছেন না। মনসিজ হোসেনের কথায়, “পঞ্চায়েত ভোটে তৃণমূল ব্লক প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে বামপন্থীদের মনোনয়ন আটকানোর চেষ্টা করেছে। সফল না হলে ভোটে রিগিং করেছে। তাতেও না পেরে গণনার সময় কারচুপি করেছে। তারপরও পোতনা-পুরষার রামপুরে গ্রামপঞ্চায়েতের একটা আসন আমাদের। সেখানে তৃণমূল আমাদের না জানিয়ে কাজ করতে চাইছে। তার বিরোধিতা করছে গ্রামবাসী। গ্রামের মানুষ দলগতভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। এরসঙ্গে সিপিএমের কোনও সম্পর্কই নেই।”