Burdwan: ‘বড়দি বলেছে, ব্যাড টাচের কথা কাউকে না বলতে’, স্কুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কালনায়
Burdwan School: আজ, সোমবার স্কুল খোলার পর থেকেই স্কুলে দফায় দফায় বিক্ষোভ চলছে। খবর পেয়ে স্কুলে পৌঁছেছে কালনা থানা পুলিশ। অভিভাবকরা জানিয়েছেন, দিন ১৫ আগে তাঁরা স্কুলের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানান।

কালনা: কর্মক্ষেত্রে বা পথেঘাটে হেনস্থার অভিযোগ ওঠে প্রায়ই। গত বছর সরকারি হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। তবে, স্কুলেও নিরাপদ নন ক্ষুদে পড়ুয়ারা! সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বাবা-মায়েদের উদ্বেগ বেড়েই চলেছে। এবার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনার একটি স্কুলে।
স্কুলের ছাত্রীদের খারাপভাবে স্পর্শ করার অভিযোগ স্কুলেরই ক্লার্কের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্কুলের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানানো হলে, তিনি নাকি অভিযুক্ত ক্লার্ককে আড়াল করার চেষ্টা করছেন! এমনই অভিযোগ তুলেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, প্রধান শিক্ষিকার বলেছেন, ক্লার্ক পিতৃতুল্য, সেইভাবেই বিষয়টি দেখার পরামর্শ দিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ক্লার্ক। তাঁর সাফাই, কেউ প্রলোভন দেখিয়ে এই অভিযোগ আনছে। অভিযুক্ত ক্লার্কের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রধান শিক্ষিকার বদলির দাবি জানাচ্ছে ছাত্রীরা।
কালনার বাঘনাপাড়ার সিকেডি উচ্চবালিকা বিদ্যালয়ের ঘটনা। একাধিক ছাত্রীর অভিযোগ, স্কুলের ক্লার্ক তাঁদের অশালীনভাবে স্পর্শ করেন। এই ইস্যুতে আজ, সোমবার স্কুল খোলার পর থেকেই স্কুলে দফায় দফায় বিক্ষোভ চলছে। খবর পেয়ে স্কুলে পৌঁছেছে কালনা থানা পুলিশ। অভিভাবকরা জানিয়েছেন, দিন ১৫ আগে তাঁরা স্কুলের প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানান। প্রধান শিক্ষিকা বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ।
এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে চলে বিক্ষোভ। সহকারী শিক্ষিকাদেরও অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা বাকি শিক্ষিকাদের সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনাই করেন না। একাই সব সিদ্ধান্ত নেন।
প্রধান শিক্ষিকা মিতা পালের দাবি, সহকারী শিক্ষিকারা চক্রান্ত করে এই অভিযোগ আনছেন। বিষয়টি পুলিশকে জানানো হবে। অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি বর্ধমানেরই এক স্কুলে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে শিক্ষকদের বিরুদ্ধে।





