Gang Rape: রাতভর বাড়ি ফেরেননি মহিলা, পৈশাচিক অত্যাচারের পর পুকুরঘাটে ফেলে পালাল দুষ্কৃতীরা
Purba Burdwan: অভাবের সংসার। দু'বেলা ভাল করে খাবারটুকু জোটে না। তাই স্বামীর সঙ্গে ভিন রাজ্য থেকে মন্তেশ্বরে কাজ করতে এসেছিলেন তিনি।
পূর্ব বর্ধমান: এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের (Purba Burdwan) মন্তেশ্বরে। জানা গিয়েছে, ওই মহিলা ভিন রাজ্যের বাসিন্দা। এখানে দিনমজুরের কাজ করতে এসেছিলেন। এরপরই এই ঘটনা। আপাতত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশ নিজেই গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর পুলিশ এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
জানা গিয়েছে, অভাবের সংসার। দু’বেলা ভাল করে খাবারটুকু জোটে না। তাই স্বামীর সঙ্গে ভিন রাজ্য থেকে মন্তেশ্বরে কাজ করতে এসেছিলেন তিনি। গত রবিবার রাতে নির্জন পুকুরঘাটে ঘরের কাজ করছিলেন। সেই সময়ই কয়েকজন তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এরপরই তাঁর সঙ্গে ঘৃণ্য ঘটনা ঘটায় অভিযুক্তরা।
সোমবার ভোরে ওই গৃহবধূর স্বামী দেখেন স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। সোমবার ভোরে পুকুর ধারের একটি ট্রলির নিচে পড়েছিলেন ওই মহিলা। বহু ডাকাডাকির পরও জ্ঞান না ফেরায় স্থানীয়রা পরামর্শ দেন হাসপাতালে নিয়ে যাওয়ার। প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই নির্যাতিতাকে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বামী। এরপরই তদন্তে নেমে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আমরা সকালে পুকুর ঘাটে এসে দেখি একজন মহিলা পুকুরঘাটে শুয়ে রয়েছেন। ভোর তখন প্রায় চারটে বাজে। এর পরই ওনার পরিচিতরা এসে উদ্ধার করেন।” কে বা কারা এই ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে নারী আন্দোলন কর্মী শাশ্বতী ঘোষ বলেন, “নারীদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন বিভিন্ন সময়ই বিভিন্ন ভাবে উঠছে। উনি একজন আদিবাসী মহিলা, ভিন রাজ্য থেকে কাজ করতে এসেছেন। যেহেতু বর্ধমান, তাই হতে পারে তিনি ফসল কাটার কাজ করতে এসেছিলেন। একজন বাইরে থেকে কাজ করতে আসছেন, অথচ তাঁর ন্যূনতম নিরাপত্তা যদি রাজ্য দিতে না পারে তা হলে সাধারণ মানুষ পথে চলাচল করবে কী করে। এর আগে আমরা দেগঙ্গাতেও দেখেছি, জলপাইগুড়ি দেখছি, পশ্চিম মেদিনীপুর দেখেছি, এবার মন্তেশ্বরে ঘটল। এই মহিলা তো একজন পরিযায়ী শ্রমিক। উনি ভিন রাজ্য থেকে কাজ করতে এসেছেন। ফলে এই তদন্ত দ্রুততার সঙ্গে এগোনো দরকার। মহিলার বয়ান নেওয়া দরকার। একইসঙ্গে তাঁকে পর্যাপ্ত সাহায্য করা দরকার। উনি তো ক্ষতিপূরণেরও দাবিদার। আমাদের রাজ্যের নিরাপত্তার অভাবেই এই ধরনের নির্যাতনের শিকার হলেন উনি।”
আরও পড়ুন: Priyanka Tibrewal: ‘হেরেছি ঠিকই, দায়িত্ব কমেনি’, হিংসা রুখতে প্রিয়াঙ্কার আরও বড় পদক্ষেপ
আরও পড়ুন: Weather Update: আজও ঝেঁপে বৃষ্টি? মহালয়ার আগের দিনও কি জলযন্ত্রণা? জানিয়ে দিল আবহাওয়া দফতর