Dilip Ghosh: ‘সবে অ্যাসিড ঢালা হয়েছে ইঁদুর, পোকা মাকড় সব বেরচ্ছে’, কী বোঝাতে চাইলেন দিলীপ

Dilip Ghosh: অন্যদিকে তিনি বলেন,"পূর্ব মেদিনীপুরে টেরোরিস্ট ধরা পড়েছে। শাহজাহানের মত লোক ধরা পড়ছে। গোটা রাজ্যে গুণ্ডা, টেরোরিস্টরা লুকিয়ে আছে। ওরা মারপিট করে, ভয় দেখিয়ে ভোট করাবে। গত বিধানসভা নির্বাচন।"

Dilip Ghosh: 'সবে অ্যাসিড ঢালা হয়েছে ইঁদুর, পোকা মাকড় সব বেরচ্ছে', কী বোঝাতে চাইলেন দিলীপ
দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2024 | 10:26 AM

বর্ধমান: ফের আলগা কথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। সব সামনে আসবে। সবে অ্যাসিড ঢালা হয়েছে ইঁদুর, পোকা মাকড় সব বেরচ্ছে। ভোটের পর সব বেরিয়ে আসবে বলে, এনআইএ তদন্ত প্রসঙ্গে মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

শুক্রবার নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানের শুকুর গ্রামে গিয়েছিলেন। সেখানে শিব মন্দিরের পুজো দেন বিজেপি নেতা। পুজো দেওয়ার পর তিনি মন্দিরে থাকা প্রবীণ মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করেন। মন্দির থেকে বেড়িয়ে তিনি উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বলেন, “গরম পড়ছে। এইসময় শরীর সুস্থ রাখুন। এই সময়ে ঠাণ্ডা জল খাবেন না। ফ্রিজের জল বাচ্চা খেতে দেবেন না। আমের সরবত খান। লেবুর সরবত খান। শরীর ঠাণ্ডা রাখুন।” তারপর তিনি বলেন, “ভোটের বাজার গরম হচ্ছে। মোদীজীকে আবার একবার ভোট দিয়ে জয়ী করুন। তিনি যেমন বড় কথা বলেন, তেমনই বড় কাজও করেন। কাশ্মীরে ব্রিজ,রামমন্দির হচ্ছে। তিনি দেশকে ভ্যাকসিন দিচ্ছেন। চন্দ্রযান যাচ্ছে। কৃষকদের টাকা দিচ্ছেন। এইমস হচ্ছে। তাই নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে বড় মার্জিনে জয়ী করুন।”

অন্যদিকে তিনি বলেন, “পূর্ব মেদিনীপুরে টেরোরিস্ট ধরা পড়েছে। শাহজাহানের মত লোক ধরা পড়ছে। গোটা রাজ্যে গুণ্ডা, টেরোরিস্টরা লুকিয়ে আছে। ওরা মারপিট করে, ভয় দেখিয়ে ভোট করাবে। গত বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে কোন রাজ্যে বোম ফেটেছে,মানুষ খুন হয়েছে। কোথাও কিছু হয়নি, যা হয়েছে পশ্চিমবঙ্গে। তাই মানুষ ভোট এলে কেন্দ্রীয় বাহিনী চায়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাজ ভোট দেওয়ার মত পরিবেশ তৈরি করা।তাই সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে।”