Kalyan Chaubey attacked: সঙ্গে ১২ বছরের মেয়ে! তাও রক্ষে নেই, মশাগ্রামে কল্যাণ চৌবের গাড়ির উপর ‘হামলা’
Kalyan Chaubey in Masagram: কল্যাণের দাবি, মশাগ্রাম লেভেল ক্রসিংয়ে তাঁর গাড়ি মিনিট চার - পাঁচেক দাঁড়িয়ে ছিল। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের (TMC) লোকজন এসে তাঁর উপর হামলা চালায়। হামলার জেরে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতির।
মশাগ্রাম : বিজেপি নেতা কল্যাণ চৌবের (BJP Leader Kalyan Chaubey) উপর হামলার অভিযোগ। মশাগ্রামে তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কল্যাণের দাবি, মশাগ্রাম লেভেল ক্রসিংয়ে তাঁর গাড়ি মিনিট চার – পাঁচেক দাঁড়িয়ে ছিল। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের (TMC) লোকজন এসে তাঁর উপর হামলা চালায়। হামলার জেরে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার মশাগ্রামে। দোল উৎসব উপলক্ষে পরিবার সহ জামালপুরের রাজারামপুর যাওয়ার পথে মশাগ্রাম রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। কল্যাণ চৌবের গাড়িতে বিজেপির পতাকা লাগানো ছিল এবং সেই পতাকা দেখেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী এসে তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এই বিষয়ে জামালপুর থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। যদিও তৃণমূলের তরফ থেকে গোটা ঘটনাটি অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে।
আবার আমার উপর হামলা হল।এবার বর্ধমানে
দোলে রাধা -গোবিন্দর পূজোয় সোহিনীর দেশের বাড়ী বর্ধমানে আসি
মশাগ্রাম রেল ক্রসিংয়ে,আমার গাড়ী ৪-৫ মিনিট দাঁডিয়ে ছিল।গাড়িতে বিজেপির পতাকা দেখে হামলা করলো কিছু তৃণমূল দুস্কৃতি দুটো গাড়ী ক্ষতিগ্রস্ত হল@BJP4India @BJP4Bengal @BJP4NorthKol pic.twitter.com/bhJDozodEu
— Kalyan Chaubey (@kalyanchaubey) March 18, 2022
কল্যাণ চৌবে হামলার বিষয়টি নিয়ে টুইট করে জানিয়েছেন, তিনি তাঁর স্ত্রীর দেশের বাড়ি বর্ধমানে এসেছিলেন দোলে রাধা – গোবিন্দর পুজোয়। যাওয়ার পথে মশাগ্রামের রেল গেটের কাছে তাঁর গাড়িতে বিজেপির পতাকা দেখে কয়েকজন হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা জানান, “গাড়িতে হামলা করেছে। আমার মেয়ে, বউও ছিল আমার সঙ্গে। কিন্তু তাঁরা অন্য গাড়িতে ছিলেন। মেয়ে-বউয়ের গাড়িতেও হামলা হয়েছে। সেখানেও গাড়ি তুবড়ে গিয়েছে। আমরা তো রাজনৈতিকভাবে বিরোধী দল করছি, রোজ সংঘর্ষ করছি। কিন্তু আমার মেয়ে ছোট। ১২ বছর বয়স। ও খুব ভয় পেয়ে গিয়েছে। প্যানিক করছে। (শাসক দলের বক্তব্য) বিজেপি পশ্চিমবঙ্গে করা যাবে না। যেহেতু আমার গাড়িতে বিজেপির একটা স্টিকার ছিল, বিজেপির পতাকা ছিল, সেটা দেখে তৃণমূল মনে করেছে, এখানে বিজেপি কেন ঢুকছে। এই ঢোকা বন্ধ করতে হবে। কিন্তু আজ আমি সম্পূর্ণ পারিবারিক কারণে এসেছিলাম। কোনও রাজনৈতিক কাজ আমার ছিল না।”
আরও পড়ুন : Murder in Kolkata: বাইকে এসে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের! রিজেন্ট পার্কে ‘খুন’ প্রৌঢ়