‘বদলও হবে, বদলাও হবে’, তৃণমূলকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর
আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, "বদলও হবে, বদলাও হবে।" তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বলে ফের অভিযোগ করেন তিনি। রবিবার বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। সেখানে তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, কোনও বাংলাদেশি হিন্দুর ক্ষতি হবে না। তাছাড়া পাকিস্তান ও আফগানিস্তান থেকে শিখ, খ্রিস্টান, বৌদ্ধরা এদেশে এসেছেন, তাঁরাও শরণার্থী। কিন্তু যে সব মুসলিম বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী।" তিনি আরও বলেন, কোনও হিন্দুর নাম বাদ যাবে না এসআইআরে।
আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, “বদলও হবে, বদলাও হবে।” তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বলে ফের অভিযোগ করেন তিনি। রবিবার বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। সেখানে তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, কোনও বাংলাদেশি হিন্দুর ক্ষতি হবে না। তাছাড়া পাকিস্তান ও আফগানিস্তান থেকে শিখ, খ্রিস্টান, বৌদ্ধরা এদেশে এসেছেন, তাঁরাও শরণার্থী। কিন্তু যে সব মুসলিম বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী।” তিনি আরও বলেন, কোনও হিন্দুর নাম বাদ যাবে না এসআইআরে।
Published on: Nov 10, 2025 07:56 AM