Burdwan: ‘হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, তবে গলায় কেন দাগ?’ প্রশ্ন করতেই জামাই যা বলল…
Burdwan: লক্ষ্মীর বাবার বাড়ি খরুল গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে শ্বশুরবাড়ির সদস্য়রা ফোন করে জানান লক্ষ্মীর হার্টঅ্যাটাক হয়েছে। খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে যান।

বর্ধমান: গৃহবধূকে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে।খুনের অভিযোগ উঠল মৃতার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানার পুলিশ। ভাতারের নৃসিংহপুর গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের। ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মী হেমব্রম (২৬)। তাঁর দুটি মেয়ে ও এক ছেলে রয়েছে।
লক্ষ্মীর বাবার বাড়ি খরুল গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে শ্বশুরবাড়ির সদস্য়রা ফোন করে জানান লক্ষ্মীর হার্টঅ্যাটাক হয়েছে। খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে যান। গিয়ে দেখেন, ততক্ষণে মৃত্য়ু হয়েছে লক্ষ্মীর। কিন্তু তাঁর গলায় দাগ দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানতে চান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হলে, কীভাবে গলায় এত গভীর কালো দাগ হয়? পরিবারের দাবি, এরপর তাঁদের জামাই বাবুলালকে চেপে ধরতেই, তিনি স্বীকার করে শ্বাসরোধ করে খুন করেছেন লক্ষ্মীকে।
এরপর পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাবুলাল হেমব্রমকে আটক করেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের পর সঠিক জানা যাবে।





