Burdwan Kepmari: মহিলা সহযাত্রী প্রশ্ন করেন ‘কোথায় নামবেন?’ উত্তরও দেন, তারপরই… বাসে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কেলেঙ্কারি কাণ্ড

Burdwan Kepmari: সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। দেখেন, ওই মহিলাই হন্তদন্ত হয়ে বাস থেকে নেমে টোটো ধরছেন। চিৎকার করতে বাস থামিয়ে দেন চালক। বাকি যাত্রীরা নেমে টোটো আটকান। অভিযুক্ত মহিলাকে হাতেনাতে পাকড়াও করেন।

Burdwan Kepmari: মহিলা সহযাত্রী প্রশ্ন করেন 'কোথায় নামবেন?' উত্তরও দেন, তারপরই... বাসে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কেলেঙ্কারি কাণ্ড
বাঁ দিকে সবুজ শাড়ি পরিহিত মহিলা অভিযুক্ত
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2023 | 1:16 PM

বর্ধমান: সঙ্গে লাগেজ, তল্পিতল্পা। ঠাসা ভিড় বাস। তার মধ্যেই কেপমারি। জামাইষষ্ঠী করতে যাওয়ার পথেই বিপত্তি। সহযাত্রী প্রশ্ন করেছিলেন কোথায় নামবেন? উত্তরও দিয়েছিলেন তিনি। তারপরই দেখেন ব্যাগের চেন খোলা। অতঃপর ব্যাগ ফাঁকা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বর্ধমানের তেলিপুকুরে। যদিও অভিযুক্ত মহিলাকে হাতেনাতে পাকড়াও করেছেন বাসের অন্যান্য যাত্রীরা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পকেটমারির কথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত মহিলা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পলেমপুরের বাসিন্দা বিপিন ঘোষ ও তরুলতা ঘোষ নাদড়া ন’পাড়া যাওয়ার জন্য বাসে ওঠেন। তরুলতা ঘোষ জানান, তেলিপুকুরে বাস থেকে নামার আগে একজন মহিলা তাঁকে জিজ্ঞেস করেন কোথায় নামবেন। একটু পরে বাস থেকে নামতে গিয়ে দেখেন তাঁর সাইড ব্যাগের চেন খোলা। ম্যানিবাগটিও নেই।

সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। দেখেন, ওই মহিলাই হন্তদন্ত হয়ে বাস থেকে নেমে টোটো ধরছেন। চিৎকার করতে বাস থামিয়ে দেন চালক। বাকি যাত্রীরা নেমে টোটো আটকান। অভিযুক্ত মহিলাকে হাতেনাতে পাকড়াও করেন।

যদিও ক্ষণিকের মধ্যেই ব্যাগটি হাতবদল হয়ে যায়। আরেক মহিলাকে চেপে ধরতেই স্বীকার করে নেন তিনি। ছিনতাই হওয়া ৩ হাজার টাকা উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। তরুলতার স্বামী বিপিন ঘোষ বলেন, “ধৃত মহিলার সঙ্গে আরও কয়েকজন মহিলা ছিল। তারাই ব্যাগ হাতবদল করে।”

মহিলার কাছ থেকে আরও বেশ কিছু টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। সেই টাকা ও ফোন উদ্ধার করে ওই মহিলাকে আটক করেছে পুলিশ।