Dengue in West Bengal: জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন, আতঙ্ক কালনায়

Dengue in West Bengal: ডেঙ্গি আক্রান্তদের কেমন পরিষেবা দেওয়া হচ্ছে, তা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছিলেন কালনা এক নম্বর ব্লকের বিডিও শ্রাবন্তী বিশ্বাস, কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত সহ অনেকেই।

Dengue in West Bengal: জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন, আতঙ্ক কালনায়
সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 11:00 AM

কালনা: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে পূর্ব বর্ধমানের কালনায়। মহকুমা হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর নিয়ে প্রায় ৯০ জনের বেশি রোগী ভর্তি আছেন হাসপাতালে। তার মধ্যে অন্তত ১৯ জন ডেঙ্গি আক্রান্ত বলে জানিয়েছে হাসপাতালে কর্তৃপক্ষ। শনিবার চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে কালনা মহকুমা হাসপাতালে গিয়েছিলেন সিএমওএইচ জয়রাম হেমব্রম, ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা হাসপাতালের ফিভার ইউনিটে গিয়ে চিকিৎসক, নার্স, রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেন। একই সাথে হাসপাতালের রান্নাঘরও পরিদর্শন করেন তাঁরা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। রোগীর সংখ্যা আরও বাড়লে কী ব্যবস্থা নেওয়া হবে, তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রান্নাঘরের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন সিএমওএইচ। খাবার ঢেকে রাখা হয়নি দেখে অসন্তুষ্ট হন তিনি। এছাড়া ডেঙ্গি আক্রান্তদের কেমন পরিষেবা দেওয়া হচ্ছে, তা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছিলেন কালনা এক নম্বর ব্লকের বিডিও শ্রাবন্তী বিশ্বাস, কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত সহ অনেকেই।

তবে শুধু কালনা নয়, সারা রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবরও এসেছে।