East Burdwan: বিয়ের মাত্র ৬ মাস! বিচ্ছেদ মেটাতে সালিশি সভা, সেখানেই স্বামীর ওপর ছুরি নিয়ে ‘হামলা’ স্ত্রীর
East Burdwan: তালিত দিঘিরপাড়ের বাসিন্দা পেশায় বেসরকারি নার্সিংহোমের কর্মী রকি শেখ মাস ছয়েক আগে ভালোবেসে বিয়ে করেন বীরভূম জেলার লাভপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল বলে খবর।

বর্ধমান: সালিশি সভায় স্বামীকে প্রাণঘাতী হামলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ধুন্ধুমারকাণ্ড তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিত গ্রামের দিঘিরপাড় এলাকার ঘটনা। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশি সভা চলাকালীন স্ত্রী স্বামীর ওপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, তালিত দিঘিরপাড়ের বাসিন্দা পেশায় বেসরকারি নার্সিংহোমের কর্মী রকি শেখ মাস ছয়েক আগে ভালোবেসে বিয়ে করেন বীরভূম জেলার লাভপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল বলে খবর। বেশ কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জানা গিয়েছে, এই নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদের নিয়ে সালিশি সভাও হয়।
রবিবার সকালে দুই পরিবার এবং এলাকার বাসিন্দাদের নিয়ে সালিশি সভা চলছিল। অভিযোগ, সভা চলাকালীন হঠাৎই লুকিয়ে রাখা ছুরি বের করে রকিকে আঘাত করেন জোনাকি। তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় রকিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর জানাজানি হতেই এলাকার উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাঁদের দলীয় অফিসে আটকে রাখা হয়।
পুলিশ খবর পেয়ে জোনাকি ও তাঁর বাবার বাড়ির লোকদের উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা লাঠি উঁচিয়ে তাড়া করেন এবং মারধর করেন বলে অভিযোগ।
