AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan Town: বর্ধমান শহরের ভিতরে ঢুকবে না বাইরের বাস, হাইকোর্টের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

গত বছর সেপ্টেম্বর মাসে বর্ধমান শহরের মধ্যে টাউন সার্ভিস আর স্কুলবাসই শুধু চলবে বলে হাইকোর্টের বিচারপতি (সিঙ্গল বেঞ্চ) নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে বড়শুল, মেমারি, খণ্ডঘোষের বাস মালিকদের একাংশ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। গত সপ্তাহে ডিভিশন বেঞ্চ আগের রায়কেই বহাল রাখেন।

Burdwan Town: বর্ধমান শহরের ভিতরে ঢুকবে না বাইরের বাস, হাইকোর্টের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া
বর্ধমান শহরের ঢুকবে না বাইরের বাস।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 12:15 AM
Share

বর্ধমান: বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা। পূর্ব বর্ধমান জেলার সদর শহরের মধ্যে দিয়ে টাউন সার্ভিস ও স্কুল বাস ছাড়া অন্য কোনও বাস যেতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ কার্যকর করতে বুধবার থেকেই কড়াকড়ি শুরু করল জেলা প্রশাসন। বুধবার দিনভর অভিযান চালানো হয়। বর্ধমান শহরের ভিতরে যানজট কমাতে হাইকোর্টে আবেদনের পেক্ষিতে এই রায়।

গত বছর সেপ্টেম্বর মাসে বর্ধমান শহরের মধ্যে টাউন সার্ভিস আর স্কুলবাসই শুধু চলবে বলে হাইকোর্টের বিচারপতি (সিঙ্গল বেঞ্চ) নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে বড়শুল, মেমারি, খণ্ডঘোষের বাস মালিকদের একাংশ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। গত সপ্তাহে ডিভিশন বেঞ্চ আগের রায়কেই বহাল রাখেন। এই নির্দেশের ফলে বর্ধমান শহরের ভিতর দিয়ে যাওয়া আরামবাগ, বাঁকুড়া, মেমারি, বড়শুল, খণ্ডঘোষ, রায়নার বিভিন্ন ছোট ও বড় রুটের বাস আর ঢুকবে না। সেই রায় কার্যকর করতে বুধবার পরিবহণ দফতর ও পুলিশ যৌথভাবে উল্লাসের আলিশা বাসস্ট্যাণ্ডে অভিযান চালায়।

জেলা পরিবহণ দফতরের অতিরিক্ত পরিবহণ আধিকারিক (এআরটিও) সুপ্রভাত দাস বলেন, “শহরের যানজট মোকাবিলায় আগেই হাইকোর্ট এই রায় দিয়েছিল। কিন্তু তারপর আবারও পাল্টা মামলা হয়। গত ২৬ জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের রায়ই বহাল রাখে। সেই নির্দেশ কার্যকর করতে ও রুট ঠিক করে দেওয়ার জন্যই অভিযান চালানো হয়। বাসগুলি যাতে হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট রুটে যাতায়াত করে সেটাই প্রচার করা হচ্ছে।”

শহরের ভিতর বাস না ঢোকায় ভোগান্তির মুখে পড়েন অনেক যাত্রীরা।নিত্যযাত্রীদের অভিযোগ, এই নির্দেশের ফলে একদিকে যেমন খরচ বাড়বে, তেমনিই সময়ও অপচয় হবে। যদিও যানজট মোকাবিলায় আদালতের দেওয়া নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসীদের একাংশ। তবে একটি বড় অংশ এই সিদ্ধান্তে খুশি নন। এর জেরে বাইরে থেকে বর্ধমানে আসা লোকেরা সমস্যায় পড়বেন, যাঁরা জেরে বিক্রি মার খেতে পারে বলে আশঙ্কা দোকানদারদের।