AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: একটানা কাজ চলছিল কারখানায়, মধ্যরাতে হঠাৎ প্রচণ্ড শব্দ! আর তারপর…

West Bengal: শ্রমিক রাজেশ যাদব জানিয়েছেন, তিনি তখন কারখানার শ্রমিক আবাসনে ছিলেন। শব্দ শুনে ছুটে এসে দেখেন...

Bardhaman: একটানা কাজ চলছিল কারখানায়, মধ্যরাতে হঠাৎ প্রচণ্ড শব্দ! আর তারপর...
কারখানায় ভয়ানক বিস্ফোরণ (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 4:16 PM
Share

বর্ধমান: বর্ধমানের একটি স্টিল ও পাওয়ার কারখানার ফার্নেসে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম দুই শ্রমিক। তাদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে পুরো ঝলসে গিয়েছেন ওই শ্রমিকরা।

বর্ধমান থানার দেওয়ানদিঘীর শ্রীসত্য স্টিল এন্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড। গতকাল গভীর রাতে এই কারখানায় দুর্ঘটনা ঘটে। রাতেই সেখানে যায় বর্ধমান থানার পুলিশ।

জানা গিয়েছে,শুক্রবার রাতে কারখানার কাজ চলাকালীন হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে কারখানার ফার্নেস বা ভাটিতে। মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ভাটি সংলগ্ন এলাকায়। সেই আগুনেই জখম হন মোহন তেওয়ারী ও আকাশ গুপ্তা নামে দুই শ্রমিক। দ্রুত তাদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শ্রমিক মোহন তেওয়ারী জানিয়েছেন,কোনও কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ভাটিতে বিস্ফোরণ ঘটে যায়। সেই বিস্ফোরণে তিনি গুরুতরভাবে জখম হন। অন্য আর এক শ্রমিক রাজেশ যাদব জানিয়েছেন, তিনি তখন কারখানার শ্রমিক আবাসনে ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে এসে দেখেন ফার্নেসে বিস্ফোরণ ঘটেছে এবং দুজন শ্রমিক জখম হয়েছেন।তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং অন্যান্য শ্রমিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

কারখানার মেনটেনেন্স এইচওডি নির্মল পোদ্দারে জানিয়েছেন,ফার্নেসের (ভাটি) লিক্যুইড কোনও কারণে জলের সংস্পর্শে আসতেই বিস্ফোরণ ঘটে। ফার্নেসের (ভাটি) প্রায় ৪০% থেকে ৪২ % ক্ষতিগ্রস্ত। আপাতত ওই ইউনিটটি বন্ধ রাখা হয়েছে।বিস্ফোরণের ফলে একজন শ্রমিক আহত হয়েছেন তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, কিছুদিন আগেই ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙল সাতগাছিয়া এলাকার বাসিন্দাদের। ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। অবৈধ বাজি কারখানায় জমে থাকা বাজি তৈরির মশলা থেকেই এই বিস্ফোরণ বলে জানা গিয়েছে। এই ঘটনার  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নোদাখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক। পাশাপাশি ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল নেতা বুচান বন্দ্যোপাধ্যায়।

বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত নোদাখালি থানার নস্কর পুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর, আর্য পাড়ার ঘটনা।  সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি বাড়িচে অবৈধ ভাবে চলছিল বাজি কারখানা। আর সেখানেই ঘটেছে এই বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাড়ির মালিক অসীম মিদ্য়ের। তাঁর মামী কাকলি মিদ্যে এবং কারখানার একজন শ্রমিকেরও মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: Ration Dealer: কখনও রেশনের চালে পোকা,কখনও মিলছেই না রেশন! ফের ডিলারকে ঘিরে বিক্ষোভ