Purba Bardhaman: অন্য মহিলাকে নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা, ৩ মাসের মেয়েকে ‘খুন’ করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে

Purba Bardhaman: কয়েক ঘণ্টার মধ্যেই জেসাইয়ের দেখা পায় এলাকার লোকজন। সূত্রের খবর, তাঁকে চাপ দিতেই পুরো ঘটনা স্বীকার করে। খবর যায় পুলিশে। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনও খোঁজা পাওয়া যায়নি। চলছে খোঁজ।

Purba Bardhaman: অন্য মহিলাকে নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা, ৩ মাসের মেয়েকে ‘খুন’ করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 8:35 PM

মন্তেশ্বর: বাড়িতে তিন মাসের শিশু কন্যা ও স্ত্রীকে রেখে ঝাড়খণ্ড থেকে বাংলায় কাজের খোঁজ। কাজও মেলে। সঙ্গে নিয়ে আসেন অন্য এক মহিলাকে। এদিকে সে খবর পৌঁছে যায় স্ত্রীর কানে। স্বামীর পিছু পিছু মঙ্গলবার স্ত্রীও পৌঁছে যায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে ততক্ষণে ধান কাটার কাজে হাত লাগিয়েছেন স্বামী জেসাই মুর্মু। স্বামীর সঙ্গে অন্য মহিলাকে নিয়ে বচসাও হয় স্ত্রীর। কিন্তু, স্বামী যে তার বিনিময়ে ভয়াবহ কাজ করে ফেলবেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। 

সূত্রের খবর, এদিন সকালে স্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকলে তিন মাসের শিশু কন্যাকে নিয়ে গা ঢাকা দেন জেসাই। অভিযোগ, এরইমধ্যে নিজেরই মেয়েক খুন করে পাশের খড়ি নদীতে ভাসিয়ে দেন ওই ব্যক্তি। এদিকে দীর্ঘ সময় স্বামী-সহ মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন স্ত্রী। কিন্তু খোঁজ না পেয়ে এলাকার লোকজনকে জানায়। 

কয়েক ঘণ্টার মধ্যেই জেসাইয়ের দেখা পায় এলাকার লোকজন। সূত্রের খবর, তাঁকে চাপ দিতেই পুরো ঘটনা স্বীকার করে। খবর যায় পুলিশে। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনও খোঁজা পাওয়া যায়নি। চলছে খোঁজ। ময়দানে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। এলাকার এক বাসিন্দা বলছেন, “লোকটা নিজেই নিজের মেয়েকে খুন করেছে। তবে মেয়েটার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ লোকটাকে আটক করেছে।” 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)