Local Train: বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

Local Train: গত রবিবারই বাঁকুড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি। লাইনচ্যুত হয়ে যায় ১২টি বগি। একটি মালগাড়ির উপর উঠে গেল আরও একটি মালগাড়ি।

Local Train: বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
আঘাতপ্রাপ্ত লোকাল ট্রেনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 11:30 PM

বর্ধমান: বাঁকুড়ার মালগাড়ি দুর্ঘটনার পর এবার আতঙ্ক বর্ধমানে। কোনও ক্রমে দুর্ঘটনা এড়াল হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন। যাত্রী বোঝাই ট্রেনটি সজোরে থেমে যাওয়ায় রীতিমতো আতঙ্কির হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন তাঁরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট স্টেশনের কাছে। ট্রেনের সামনে চোট লাগার দাগ স্পষ্ট।

জানা গিয়েছে, এদিন দাঁইহাট স্টেশনের চার নম্বর প্লাটফর্মে প্রচুর স্লিপার রাখা ছিল। সেগুলি প্লাটফর্ম থেকে বেরিয়ে ছিল। তাতেই ধাক্কা মারে ট্রেনটি। সঙ্গে সঙ্গেই চালক এমার্জেন্সি ব্রেক কষলে ট্রেনটি থেমে যায়। যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে পড়েন ট্রেন থেকে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

এক যাত্রী জানিয়েছেন, প্লাটফর্মে ঢোকার সময় ট্রেনটির গতি খুব বেশি ছিল না। তবে স্লিপার বেরিয়ে থাকায় ট্রেনটি তাতে ধাক্কা মারে। সবাই ভয় পেয়ে যান। এরপর ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে লাইনে। ফলে, যাত্রীরা অসুবিধায় পড়েন। পরে পরিষেবা স্বাভাবিক হয়েছে। তৎপরতার সঙ্গে স্লিপারগুলিও সরিয়ে দেওয়া হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, স্লিপারগুলি ওই ভাবে রাখা ঠিক হয়নি। আর একটু ভিতরে রাখতে পারত। ট্রেনের জন্য কতটা জায়গা লাগবে, সেটা বোঝা উচিত ছিল। রাত ৯ টা ২ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। কৌশিক মিত্র জানান, চালক বুঝতে পেরেই ট্রেনটি দাঁড় করিয়ে দেন।

উল্লেখ্য, রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে মালগাড়ি দুর্ঘটনা ঘটে। স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। সেই সময়েই বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল আরও একটি গাড়ি। হঠাৎই দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে ধাক্কা মারে দ্বিতীয় ট্রেনটি।