Swapan Debnath: ‘মাস্ক পরুন! আমার বোন-ভগ্নিপতি একসঙ্গে করোনায় মারা গিয়েছেন!’ অনুরোধ মন্ত্রীর

Kalna: মন্ত্রী আরও বলেন, "আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম।"

Swapan Debnath: 'মাস্ক পরুন! আমার বোন-ভগ্নিপতি একসঙ্গে করোনায় মারা গিয়েছেন!' অনুরোধ মন্ত্রীর
স্বপন দেবনাথ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 7:23 PM

কালনা: ফের দাপাদাপি বেড়েছে করোনার। নতুন বছরের শুরুতেই ঘোষণা হয়েছে আংশিক লকডাউনের। বিগত কয়েকদিন ধরে মাস্ক ছাড়াই যেভাবে বাঙালিকে উৎসবের আমেজে ভাসতে দেখা গিয়েছে তার ফলস্বরূপ যে করোনার বাড়বাড়ন্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে, তাও যেন ঘুম ভাঙেনি কিছু মানুষের। কোনও ভাবেই মাস্ক পরানো যাচ্ছে না তাদের। কঠোর হয়েছে প্রাশাসন তবুও ফল শূন্য। এবার তাই জন সারাধারণকে সচেতন করতে পথে নামলেন স্বয়ং মন্ত্রী স্বপন দেবনাথ। বললেন, তাঁর বোন-ভগ্নিপতি মারা গিয়েছেন এই রোগে। তিনি নিজেও খোদ আক্রান্ত হয়েছিলেন।

আজ কালনার পূর্বস্থলী এক ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পরিদর্শন করতে দেখা যায় মন্ত্রী স্বপন দেবনাথকে। বিভিন্ন গ্রামে ঘুরে-ঘুরে বড়দের পাশাপাশি ছোটদের করোনা নিয়ে সচেতনতার প্রচার চালান। একই সঙ্গে মাস্ক ব্যবহার ,দূরত্ব বিধি ও স্যানিটাইজ়ার ব্যবহারেও প্রচার চালান তিনি। বলেন, “আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। মাস্ক ব্যবহার করুন। আমার বোন, ভগ্নিপতি এক সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। তাই দয়া করে মাস্ক পরুন।”

এরপর সাংবাদিকদের সামনে তিনি বলেন, “সচেতনতা প্রচারে এর আগেরবারও নেমেছিলাম। আমদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নেমেছিলেন প্রচারে। আমার মনে হল মানুষকে আবার সচেতন করা দরকার। তাই সকাল থেকেই হ্যান্ড মাইক নিয়ে বেরিয়েছি। আমি প্রত্যেককেই অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে যা যা করা কর্তব্য তাই যেন জনসাধারণ করে।”

এদিকে, রাজ্যে দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। কলকাতার অবস্থা দেখে কার্যত আঁতকে উঠছেন চিকিৎসকরাই। রবিবার একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হলেন ৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ১৯৪ জনই কলকাতার। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে তুলে ধরা হয়েছে এ তথ্যই।

করোনাকে বাগে আনতে রবিবার নবান্নের তরফে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রেন চলাচলে রাশ টানা। সোমবার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করবে। আর ট্রেন চালানো হবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। একই সঙ্গে সোমবার ৩ জানুয়ারি থেকে ফের বন্ধ হচ্ছে স্কুল-কলেজের দরজা।

সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার বন্ধ থাকবে ৩ জানুয়ারি থেকে। ট্যুরিস্ট স্পট বন্ধ থাকছে ফের। তবে শপিং মল, মার্কেট কমপ্লেক্স খোলা থাকবে ৫০ শতাংশ মানুষ নিয়ে। রাত দশটার পর বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল। দোকানে বাজারে বেরলে মুখে মাস্ক থাকতেই হবে। না হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষেরও। রাত্রিকালীন বিধিনিষেধ জারি হবে রাত ১০টা থেকে, চলবে পরদিন ভোর ৫টা পর্যন্ত।

আরও পড়ুন: Local Trains Partially Suspended: বাড়ি ফিরব কীভাবে? একটাই প্রশ্ন লোকাল ট্রেন যাত্রীদের