কালনা: তীব্র দাবদাহে কালনায় সানস্ট্রোকে মৃত এক ব্যক্তি। বুধবার দুপুরে কয়েকজনের সঙ্গে কালনা শহরের রেল স্টেশনের পাশে একটি পুকুরে পানা পরিষ্কার করতে নেমেছিলেন ৫৯ বছরের ঝুরন মাহলি। পুকুরে নেমে কাজ করতে করতে তিনি হঠাৎ করেই জ্ঞান হারান। এর পরেই তাঁর সহকর্মীরা তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির ছেলে কর্মসূত্রে শ্রীরামপুরে থাকেন। তিনি জানিয়েছেন, আচমকাই বাবার অসুস্থতার খবর পৌঁছয় তাঁর কাছে। এরপর কালনায় পৌঁছে তিনি জানতে পারেন, তাঁর বাবার মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র গরমে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কালনা মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন, সম্ভবত অতিরিক্ত গরমের কারণে ঝুরন মাহলির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে। হাসপাতালের সুপার অরূপ রতন এই ঘটনার পর প্রত্যেককেই সতর্ক করেছেন। যাঁরা খোলা মাঠে বা পুকুরের মতো খোলা জায়গায় কাজ করতে যাচ্ছেন, তাঁরা যেন সতর্ক থাকেন। কোনও খোলা জায়গায় একটানা এক ঘণ্টার বেশি কাজ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। হাসপাতাল সুপারের পরামর্শ, এক টানা কাজ না করে আধ ঘণ্টা বিশ্রাম নিয়ে নেওয়া উচিত। জল খেয়ে, ঠান্ডা হয়ে তারপর ফের কাজ শুরু করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, ওই ব্যক্তির রোদের মধ্যে কাজ করার সময়েই মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রবল গরমে পুড়ছে গোটা বাংলা। রাজ্যের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। ৪০ ডিগ্রির ছাড়িয়েছে তাপমাত্রার পারদ।সকাল ১০ টা থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই তাপপ্রবাহ। আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মে মাস থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: Maoist Poster: আর ‘খেলা’ নয়, এবার ‘বিচার’ চেয়ে মাওবাদী পোস্টার পড়ল তালডাংরায়!
আরও পড়ুন: Child Death: ভয় ছিল প্রথম থেকেই, একা পেয়ে সাড়ে তিন বছরের শিশুকে চরম শাস্তি দিল মা!