Child Death: ভয় ছিল প্রথম থেকেই, একা পেয়ে সাড়ে তিন বছরের শিশুকে চরম শাস্তি দিল মা!
Child Death: সন্তানকে একা ছেড়ে আসা নিয়ে ভয় ছিল আগে থেকেই, বুধবার কাজ থেকে ফিরে দেখলেন সেই আশঙ্কাই সত্য হয়েছে। নিজেদের সাড়ে তিন বছরের সন্তানকেই রাগের বশে পিটিয়ে মেরে ফেলেছে স্ত্রী।
কোটা: ঝগড়া তো সব দম্পতির মধ্যেই হয়। তবে স্ত্রীর কিছু আচরণ দেখে কার্যত ভয় পেয়ে যেতেন স্বামী। সন্তান আসার পর স্ত্রীর স্বভাবে পরিবর্তন আসবে বলে ভেবেছিলেন, কিন্তু হল ঠিক উল্টোটাই। আরও হিংস্র হয়ে উঠলেন স্ত্রী। সন্তানকে একা ছেড়ে আসা নিয়ে ভয় ছিল আগে থেকেই। সোমবার কাজ থেকে ফিরে দেখলেন সেই আশঙ্কাই সত্য়ি হয়েছে। নিজেদের সাড়ে তিন বছরের সন্তানকেই রাগের বশে পিটিয়ে মেরে ফেলেছে স্ত্রী। বাড়িতে ঢুকে ছেলেকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে ছোটেন। সেখানে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করতেই ছুটে যান থানায়। পুলিশের কাছে গোটা ঘটনা খুলে বলেন। স্বামীর অভিযোগের ভিত্তিতেই বুধবার গ্রেফতার করা হল ২৬ বছর বয়সের এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারন জেলায়।