AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child Death: ভয় ছিল প্রথম থেকেই, একা পেয়ে সাড়ে তিন বছরের শিশুকে চরম শাস্তি দিল মা!

Child Death: সন্তানকে একা ছেড়ে আসা নিয়ে ভয় ছিল আগে থেকেই, বুধবার কাজ থেকে ফিরে দেখলেন সেই আশঙ্কাই সত্য হয়েছে। নিজেদের সাড়ে তিন বছরের সন্তানকেই রাগের বশে পিটিয়ে মেরে ফেলেছে স্ত্রী।

Child Death: ভয় ছিল প্রথম থেকেই, একা পেয়ে সাড়ে তিন বছরের শিশুকে চরম শাস্তি দিল মা!
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 2:00 PM
Share

কোটা: ঝগড়া তো সব দম্পতির মধ্যেই হয়। তবে স্ত্রীর কিছু আচরণ দেখে কার্যত ভয় পেয়ে যেতেন স্বামী। সন্তান আসার পর স্ত্রীর স্বভাবে পরিবর্তন আসবে বলে ভেবেছিলেন, কিন্তু হল ঠিক উল্টোটাই। আরও হিংস্র হয়ে উঠলেন স্ত্রী। সন্তানকে একা ছেড়ে আসা নিয়ে ভয় ছিল আগে থেকেই। সোমবার কাজ থেকে ফিরে দেখলেন সেই আশঙ্কাই সত্য়ি হয়েছে। নিজেদের সাড়ে তিন বছরের সন্তানকেই রাগের বশে পিটিয়ে মেরে ফেলেছে স্ত্রী। বাড়িতে ঢুকে ছেলেকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে ছোটেন। সেখানে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করতেই ছুটে যান থানায়। পুলিশের কাছে গোটা ঘটনা খুলে বলেন। স্বামীর অভিযোগের ভিত্তিতেই বুধবার গ্রেফতার করা হল ২৬ বছর বয়সের এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারন জেলায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার গায়ত্রী যাতব নামে ওই মহিলাকে তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি জানান, সোমবার তিনি কাজ সেরে বাড়িতে ফিরে দেখেন যে ছেলে মাটিতে পড়ে রয়েছে। তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে না। সঙ্গে সঙ্গে তিনি ছেলেকে নিয়ে হাসপাতালে যান, সেখানে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে মঙ্গলবার ওই ব্যক্তি থানায় গিয়ে স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেন।

জানা গিয়েছে, ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে। মাঝেমধ্যেই তিনি রাগে হিংস্র হয়ে ওঠেন। এই কারণে সন্তানকে স্ত্রীর সঙ্গে একা ছেড়ে যেতে ভয় পেতেন স্বামী। সোমবার বাচ্চাটিকে ঘরের ভিতরে বন্দি করে বেধড়ক মারধর করেন ওই মহিলা।  প্রতিবেশীরা বাচ্চাটির চিৎকার শুনে দরজায় কড়া নাড়লেও, ওই মহিলা দরজা খোলেননি বলেই অভিযোগ।

আরও পড়ুন: COVID-19 in India: শিকেয় সচেতনতা, সুযোগ পেয়েই ৩ হাজারের গণ্ডি পার করল করোনার দৈনিক সংক্রমণ! 

আরও পড়ুন: Booster Dose: বুস্টার ডোজ় নেওয়ার জন্য আর ৯ মাসের অপেক্ষা নয়, শীঘ্রই নয়া ঘোষণা করতে পারে কেন্দ্র