COVID-19 in India: শিকেয় সচেতনতা, সুযোগ পেয়েই ৩ হাজারের গণ্ডি পার করল করোনার দৈনিক সংক্রমণ!
COVID-19 in India: বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৯২৭ । আজ তা আরও কিছুটা বেড়ে ৩৩০৩-এ পৌঁছয়।
নয়া দিল্লি: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ (COVID-19)। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে হঠাৎ বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। বিগত এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ ২ হাজারের গণ্ডিতে ঘোরাফেরা করছিল। এবার তা একলাফে ৩ হাজারের সীমাও পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫৬৩। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮০। বর্তমানে দেশে সংক্রমণের হার ০.৬৬ শতাংশ।
গতকালই প্রায় তিন হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৯২৭ । আজ তা আরও কিছুটা বেড়ে ৩৩০৩-এ পৌঁছয়। মাত্র ২৪ ঘণ্টাতেই ৭০১ জন সক্রিয় রোগী বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে একদিনেই করোনায় মৃতের সংখ্যাও ৩২ থেকে বেড়ে ৩৯-এ দাঁড়িয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭৯৯। একদিনে সংক্রমণে ৩৯ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬৯৩-এ।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশের মোট সংক্রমণের ০.৪ শতাংশ সক্রিয় রোগী। বিগত একদিনে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য বাড়লেও, শতাংশের হারে কোনও পরিবর্তন হয়নি। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। দেশে বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
রাজ্যভিত্তিক সংক্রমণের ভিত্তিতে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৬৭ জন, মৃত্যু হয়েছে একজনের। বাণিজ্যনগরী মুম্বইয়েও একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১২ জন, যা গত ২৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
রাজ্য়ে সংক্রমণ বাড়তেই বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন। তিনি বলেন, “করোনা এখনও শেষ হয়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে। চিনে ৪০ কোটি মানুষ লকডাউনে বন্দি রয়েছেন। আমরা করোনার তিনটি ঢেউয়ের সঙ্গে লড়াই করেছি, তবে আমাদের অনেক প্রিয়জনকেও হারাতে হয়েছে। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন।”
উল্লেখ্য, গতকালই ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়েই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেন। শিশুদের দ্রুত টিকাকরণের উপরও জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: India Weather Update: গরমে ভেঙেছে ১২২ বছরের রেকর্ড! বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আর কতদিন?
আরও পড়ুন: Maharashtra Power Crisis: ২ দিনের কয়লাও মজুত নেই, কয়েক ঘণ্টার মধ্যেই অন্ধকারে ডুবতে পারে এই রাজ্যে!