Kalna: নিমন্ত্রণ করে বন্ধুকে ডেকে খুনের চেষ্টার অভিযোগ
Kalna: পাপাই নিজের জন্মদিনে অমরেশ্বরকে নিমন্ত্রণ করে। এরপরই মদের আসরে তাঁর বাবা এবং স্ত্রীর সহযোগিতায় গলায় কোপ মেরে তাঁকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।কোনও রকমে নিজেকে প্রাণে বাঁচিয়ে টোটো করে এসে কালনা হাসপাতালে ভর্তি হয় আক্রান্ত এই যুবক।

কালনা: হাতে টাকা ছিল না। সেই কারণে বন্ধুর থেকে টাকা ধার নিয়েছিল। কিন্তু সেই বন্ধুই যে এই কাণ্ড ঘটাবে তা ঠাউর করতে পারেনি কেউ। জন্মদিনের পার্টিতে বন্ধুকে ডেকে খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবক চিকিৎসাধীন কালনা মহকুমা হাসপাতালে।
আহত যুবকের নাম অমরেশ্বর দে। পূর্ব বর্ধমানের কালনা শহরের যোগীপাড়া এলাকার ঘটনা। গত শুক্রবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ব্যবসায়িক কারণে পাপাই ঘোষের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন অমরেশ্বর। তবে বেশ কয়েকদিন হয়ে গেলেও সে টাকা দিতে পারছিলেন না।
অভিযোগ, পাপাই নিজের জন্মদিনে অমরেশ্বরকে নিমন্ত্রণ করে। এরপরই মদের আসরে তাঁর বাবা এবং স্ত্রীর সহযোগিতায় গলায় কোপ মেরে তাঁকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। কোনও রকমে নিজেকে প্রাণে বাঁচিয়ে টোটো করে এসে কালনা হাসপাতালে ভর্তি হয় আক্রান্ত এই যুবক। যদিও বিষয়টি নিয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর আহত যুবক শনিবার কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই কালনা থানায় গিয়েছে আহতের পরিবার। তবে এই ঘটনায় পুলিশের বক্তব্য, কোনও অভিযোগ পাইনি। পেলে তদন্ত করা হবে। আহত অমরেশ্বর বলেন, “আমায় খেতে ডেকেছিল। বলেছিল জন্মদিন তাই যাব। ওর সঙ্গে বসে মদ খাই। তারপর ওর বাবা এল, আমার পা চেপে ধরল। আমি আর পালাতে পারলাম না। এরপর আমায় জাপ্টে ধরল। তারপর ধারল অস্ত্র দিয়ে কোপাল।”

