Raju Jha Murder Case: ‘পথের কাঁটা’ সরাতে গাড়িকেই টার্গেট? সায়গলের গাড়ি বিভ্রাটের পর রাজু খুনে বাড়ছে রহস্য
Raju Jha Murder Case: কয়েকটি কেস ডায়েরি খতিয়ে দেখে তদন্তকারীরাই বলছেন, পরিকল্পিতভাবে খুনে উঠে আসছে সেই গাড়ি লিঙ্কই।
শক্তিগড়: কয়লা মাফিয়া রাজু ঝা খুনে গাড়ি রহস্য ক্রমেই জোরাল হচ্ছে। গত কয়েকটি কেস ডায়েরি খতিয়ে দেখে তদন্তকারীরাই বলছেন, পরিকল্পিতভাবে খুনে উঠে আসছে সেই গাড়ি লিঙ্কই। গরু পাচারে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের গাড়িতে কয়লা মাফিয়া রাজু ঝা খুন। এর আগেও দেখা গিয়েছে, দুর্নীতিগ্রস্তদের গাড়িকেই টার্গেট করেছে আততায়ীরা। প্রথম ঘটনা. ইলামবাজারে গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের গাড়িকে টার্গেট করা হয়েছিল। বড়সড় গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে সায়গল হোসেনের গাড়ি। মেয়ে-সহ মোট ২ জনের মৃত্যু হয়। সেই গাড়িতে যদিও ছিলেন না সায়গল। প্রশ্ন ওঠে, তাহলে কি টার্গেট ছিল সায়গল? আততায়ীরা ভেবেছিল, ওই গাড়িতেই থাকতে পারেন তিনি? কিন্তু সেদিন ঘটনাচক্রে ওই গাড়িতে ছিলেন না সায়গল। এই রহস্য এখনও অধরা।
তদন্তকারীদের নজরে আসে বীরভূমে মলয় পীটের গাড়িতে অনুব্রত ইস্যুও। বেআইনিভাবে নাগাড়ে আর্থিক লেনদেনের অভিযোগে বিদ্ধ মলয় পীটের গাড়িতে কেন ছিলেন অনুব্রত? সেই নিয়েও কম জলঘোলা হয়নি। দোলের সকালে আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল অনুব্রত মণ্ডলকে। আসানসোল থেকে কলকাতায় আসার পথে প্রাতঃরাশের জন্য শক্তিগড়ে থামে গাড়িটি। পুলিশের তরফে কড়াকড়ি ছিল যথেষ্ট। সেদিন সংবাদমাধ্যমকেও কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। কেষ্টর সঙ্গে দেখা করতে শক্তিগড়ে আসেন তিন রহস্যময় ব্যক্তি। বীরভূম থেকে গাড়ি নিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। যে গাড়িটি করে তাঁরা এসেছিলেন, সেটির নম্বর ডাব্লিউ বি ৪১ এইচ ০০০৭। গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছিল পূর্ব বর্ধমানের আরটিও অফিস থেকে। গাড়ির মালিকের খোঁজ করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গাড়ির তথ্য খুঁজতে গেলে উঠে আসছে মলয় পিটের নাম। প্রসঙ্গত, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিট। তাঁকে সিবিআই ও ইডিও ডেকে পাঠিয়েছিল।
এবার রাজু খুনে আব্দুল লতিফের গাড়ি। আব্দুল লতিফ যিনি কিনা গরু পাচারে অন্যতম অভিযুক্ত। তিনি গরু পাচারের কিংপিন এনামুক হকের ঘনিষ্ঠ। সিবিআই-এর চোখে এই আব্দুল লতিফ এখনও ফেরার। আব্দুলকে এর আগেও তদন্তের জন্য তলব করা হয়েছিল। গরু পাচারে আব্দুল লতিফের গাড়িতে কেন কয়লা মাফিয়া রাজু ঝা যাচ্ছিলেন, তা নিয়েই বাড়ছে রহস্য। একের পর এক গাড়ি রহস্য। কয়লা মাফিয়ার মুখ বন্ধ করতে খুন? উঠছে প্রশ্ন।
সোমবার তলব করা হয়েছিল কয়লা মাফিয়া রাজু ঝাকে। রাজু ঝা খুনের পরতে পরতে রহস্য। কয়লা পাচারের সবটাই জানতেন রাজু, তাই সরানো হল পথের কাঁটাকে? উঠছে প্রশ্ন।