Sukanta Majumder: ‘অশান্তির ভুয়ো ছবি ছড়াচ্ছেন সুকান্ত’, বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে থানায় টিএমসিপি
Sukanta Majumder: রবিবার রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেগুলিকে মুর্শিদাবাদের অশান্তির ছবি বলে দেখানো হয়। সেই পোস্ট দু'ঘণ্টার মধ্যে ডিলিটও করেন বলে অভিযোগ তৃণমূলের।

পূর্ব বর্ধমান: মুর্শিদাবাদের অশান্তি নিয়ে ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষ।
রবিবার রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেগুলিকে মুর্শিদাবাদের অশান্তির ছবি বলে দেখানো হয়। সেই পোস্ট দু’ঘণ্টার মধ্যে ডিলিটও করেন বলে অভিযোগ তৃণমূলের।
তৃণমূলের অভিযোগ, ওই ছবিগুলি পশ্চিমবঙ্গের নয়, বাইরের রাজ্যের পুরানো ছবি। এই ধরনের বিভ্রান্তিকর ছবি পোস্ট করে রাজ্যের অশান্তি সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ। সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, “বিজেপি পরিকল্পিতভাবে বাংলার পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। ছাত্রসমাজকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে। বাংলার ছাত্র সমাজ কোনওভাবেই এই চক্রান্তকে মেনে নেবে না। তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের শান্তি এবং উন্নয়নের পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে।”
পাশাপাশি বালুরঘাট-বারাসতেও বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে।
তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, “প্রত্যেকটা ছবি যেগুলো বিজেপি ব্যবহার করেছে, বিজেপির রাজ্য সভাপতি যেগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, একটাও বাংলার ছবি নয়। যে ছবি গুলো ব্যবহার করা হয়েছে, সব কটি বিজেপি শাসিত রাজ্যের। এই পোস্ট ভাইরাল হওয়ার পর সত্য সামনে এল, তখন পোস্টটি ডিলিট করেছেন। কারণ নিজেও জানেন, এটা মিথ্যা পোস্ট ছিল।”





