
বর্ধমান: জয়ী হয়ে পরিবারের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাচ্ছেন শর্মিলা সরকার। পূর্ব বর্ধমানের তৃণমূল প্রার্থী এবারই প্রথম ভোটে লড়েছিলেন। নতুন মুখ হিসেবে শর্মিলাকে টিকিট দেওয়ায়, গোঁসা হয়েছিল তৃণমূলেরই কয়েকজন নেতার। বিজেপি প্রার্থী অসীম সরকারকে প্রায় দেড় লক্ষ ভোটের মার্জিনে হারিয়েছেন শর্মিলা। আপাতত সাংসদ হওয়া তাঁর সময়ের অপেক্ষা। তবে, সাংসদ হলেও চিকিৎসকের পেশা ছেড়ে যে যাবেন না, সে কথা স্পষ্ট জানিয়েছেন তিনি।
পেশাগত কারণে কলকাতাতেই থাকেন তিনি। তবে ফল প্রকাশের পরের দিন, বুধবার তাঁর দেখা মিলল বর্ধমানেই। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন রাজনীতির পাশাপাশি তাঁর পেশা চিকিৎসা চালাবেন তিনি। তাঁর কথায়, “চিকিৎসক হিসেবে মানুষের কাছে যেতে পেরেছি। সেবা করার সুযোগ পেয়েছি। তাই এই পেশা থেকে সরব না। যখন যে যেভাবে বলেছি সবাইকে সাহায্য করেছি। কখনও কখনও অনলাইনেও রোগী দেখেছি।”
উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত। নির্বাচনে হেরে যাওয়া দলের কর্মীদের তিনি মানসিক অবসাদ ভুলে কাজ করার পরামর্শ দিয়েছেন। হেরে যাওয়া প্রার্থীর উদ্দেশে শর্মিলা বলেন, “পজিটিভ থাকুন। ভাল কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আপনারাও পারবেন। কাজ করলে ভাল কিছু হবে নিশ্চয়।” আর বিজেপি প্রার্থী অসীম সরকার যদি কোনও দিন চিকিৎসার জন্য আসেন? একটু হেসে শর্মিলা বলেন, “নিশ্চয় চিকিৎসা করব। যে যখন আসবেন, তাঁকেই যেভাবে পারব, সাহায্য করব।”