AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SFI: পূর্ব বর্ধমানের SFI জেলা সম্পাদক হলেন আভাস-কন্যা

SFI: উত্তরসূরির প্রশংসা করে এসএফআইয়ের বিদায়ী জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, "ঊষসী পড়াশোনায় খুবই ভাল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। এবার পিএইচডি করবেন। আমাদের জেলার ইতিহাসে প্রথম ছাত্রী সম্পাদক হলেন তিনি। মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। কোভিডের সময় পড়াশোনার পাশাপাশি সংগঠের কাজে যুক্ত ছিলেন।"

SFI: পূর্ব বর্ধমানের SFI জেলা সম্পাদক হলেন আভাস-কন্যা
পূর্ব বর্ধমানে এসএফআইয়ের জেলা সম্পাদক হলেন ঊষসী রায়চৌধুরী
| Edited By: | Updated on: Sep 30, 2024 | 8:10 AM
Share

মনোতোষ পোদ্দার

বর্ধমান: তিলোত্তমার বিচারের দাবিতে সরব। কোভিডের সময় পড়াশোনার পাশাপাশি সিপিএমের ছাত্র সংগঠনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছেন। এবার এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হল সেই ঊষসী রায়চৌধুরীকে। সম্পর্কে তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীর কন্যা। অনির্বাণ রায়চৌধুরীর জায়গায় এসএফআইয়ের পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক হলেন বছর তেইশের ঊষসী। খণ্ডঘোষে এসএফআইয়ের দু’দিনের সম্মেলন শেষে নতুন সম্পাদক হিসেবে ঊষসীর নাম ঘোষণা করা হয়। আর পূর্ব বর্ধমানে এসএফআইয়ের সভাপতি হলেন প্রবীর ভৌমিক।

খণ্ডঘোষে এসএফআইয়ের ৩৪তম জেলা সম্মেলন শুরু হয় ২৮ সেপ্টেম্বর। এদিন তা শেষ হয়। আর এই সম্মেলন শেষেই SFI-র জেলা সম্পাদক হিসেবে ঊষসীর নাম ঘোষণা করা হয়। পূর্ব বর্ধমানে এসএফআইয়ের জেলা সম্পাদক পদে এই প্রথম কোনও তরুণী দায়িত্ব পেলেন।

উত্তরসূরির প্রশংসা করে বিদায়ী জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, “ঊষসী পড়াশোনায় খুবই ভাল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। এবার পিএইচডি করবেন। আমাদের জেলার ইতিহাসে প্রথম ছাত্রী সম্পাদক হলেন তিনি। মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। কোভিডের সময় পড়াশোনার পাশাপাশি সংগঠের কাজে যুক্ত ছিলেন। আমাদের মুখপত্র ছাত্র সংগ্রাম পত্রিকার সাব এডিটর।” একইসঙ্গে অনির্বাণ জানান, ঊষসী পূর্ব বর্ধমান জেলায় এসএফআইয়ের সর্বকনিষ্ঠ সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০২১ সালে। অন্যদিকে, তিনি ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক হয়েছেন বলে জানালেন অনির্বাণ।

সিপিএমের নেতারা বলছেন, শুধুমাত্র বাবার পরিচয় নয়। নিজের মতো করে লড়াই করছেন আভাস-কন্যা। তিলোত্তমার বিচারের দাবিতে নিয়মিত কর্মসূচি করেছেন। তবে বক্তৃতায় আরও ধার আনতে হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা হবে বলে আশাবাদী সিপিএমের নেতারা। উচ্চশিক্ষার জন্য কলকাতায় থাকলেও জেলার রাজনীতির সঙ্গে ঊষসী অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে এসএফআই নেতৃত্বে জানাচ্ছে।

ঊষসীর বাবার আভাস রায়চৌধুরী সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। একসময় তিনি দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলেন। দলের অন্দরে প্রভাবশালী হিসেবে পরিচিত। অনেকে বলেন, তিনিই নাকি মীনাক্ষী মুখোপাধ্যায়ের ‘মেন্টর’।