Patient: অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে গিয়ে যা ঘটল তরুণীর সঙ্গে…, ডাক্তারের বিরুদ্ধে ফুঁসছে পরিবার

Manatosh Podder

Manatosh Podder | Edited By: সায়নী জোয়ারদার

Updated on: Mar 19, 2023 | 7:43 PM

Purba Burdwan: নাসরিনের বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার উজ্জ্বলপুকুর এলাকায়। ১৯ বছরের নাসরিনের অ্যাপেন্ডিক্স অপারেশন ছিল।

Patient: অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে গিয়ে যা ঘটল তরুণীর সঙ্গে..., ডাক্তারের বিরুদ্ধে ফুঁসছে পরিবার
নাসরিন খাতুন।

পূর্ব বর্ধমান: ফের চিকিৎসা বিভ্রাটের অভিযোগ উঠল বর্ধমানে (Burdwan)। চিকিৎসায় গাফিলতির কারণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম নাসরিন খাতুন (১৯)। ভুল চিকিৎসায় নাসরিনের মৃত্যুর অভিযোগ দায়ের হয় বর্ধমান থানায়। রোগীর আত্মীয়দের অভিযোগের আঙুল চিকিৎসক এবং নার্সিংহোমের বিরুদ্ধে। পরিবারের লোকজনের অভিযোগ, শুধু চিকিৎসায় গাফিলতিই নয়। ভুল চিকিৎসা, দুর্ব্যবহারও করেছে কর্তৃপক্ষ। রোগীর মৃত্যুর যথার্থ তদন্তের দাবি তুলেছেন তাঁরা। একইসঙ্গে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কাউন্সিলে লিখিত অভিযোগও জানানো হবে বলে জানান মৃতের আত্মীয়রা।

নাসরিনের বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার উজ্জ্বলপুকুর এলাকায়। ১৯ বছরের নাসরিনের অ্যাপেন্ডিক্স অপারেশন ছিল। খোশবাগানের একটি নার্সিংহোমে তাঁকে ভর্তির পরামর্শ দেন ওই চিকিৎসক। নিহতের আত্মীয় মহম্মদ মুরসালিন ফারহান বলেন, “১৬ মার্চ ওকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তার আগে ১৫ তারিখ বড়নীলপুরে চিকিৎসকের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিনই ডাক্তারবাবু বলেছিলেন অ্যাপেন্ডিক্সের সমস্যার কথা। অপারেশনও করতে বলেছিলেন। বেশ কিছু পরীক্ষানিরীক্ষাও করা হয়। রিপোর্টে কোনও খারাপ কিছু ছিল না। ১৭ তারিখ অপারেশন হয়।”

পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারে প্রায় আড়াই ঘণ্টা কেটে গিয়েছিল। বারবার বাড়ির লোকেরা অস্থির হয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চান। কোনও জবাবই দেওয়া হয়নি। এমনকী পরিবারকে না জানিয়েই রোগীকে আইসিইউয়ে স্থানান্তরিত করা হয় বলে পরিবারের অভিযোগ। এক আত্মীয়ের কথায়, পরে বলা হয়, অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক বেশ কিছু সমস্যা হয়। তাই আইসিইউয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এই খবরটিও পড়ুন

১৮ মার্চ শনিবার মারা যান নাসরিন। বাড়ির লোকজনের কথায়, শনিবার হঠাৎই ওই নার্সিংহোম থেকে নাসরিনকে নবাবহাটের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার আধ ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হয়। পরিবার জানায়, “আমরা অভিযোগ জানিয়েছি। একজন সুস্থ, স্বাভাবিক মেয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে গিয়ে এমন কী হল যে, সে মারা গেল? ওই নার্সিংহোমেরই সব দোষ।” পরিবার জানিয়েছে, দোষীকে শাস্তি দিতেই হবে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla