Burdwan: বাড়িতে সন্তান রেখে পাড়ার যুবককে ‘বিয়ে’ স্ত্রীর, কিছু সময়ের মধ্যেই ঘর থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ
Burdwan: খবর পেয়ে দেহ উদ্ধার করতে এলাকায় আসে গুশকরা ফাঁড়ির পুলিশ। কিন্তু, গ্রামে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়ে। অন্যদিকে উৎপলের স্ত্রী ও তাঁর প্রেমিককেও আটকে রাখে। তাঁদের ছাড়াতে গেলে পুলিশের সঙ্গে ব্য়াপক ধস্তাধস্তিও উত্তেজিত জনতার।

আউশগ্রাম: বাড়িতে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারপরেও পাড়ারই আর এক বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে স্ত্রী। তা নিয়ে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। এলাকায় পরকীয়ার কথা জানাজানি হতেই বাড়িতেও তুমুল অশান্তি হয়। এরইমধ্যে আবার নতুন প্রেমিক সিঁদুর পরিয়ে করে বিয়ে করে ফেলে স্ত্রীকে। আর ঠিক তারপরেই উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান আউশগ্রামের দারিয়াপুরে।
দারিয়াপুরের ডোকরা পাড়ার বাসিন্দা উৎপল কর্মকার (৩৭)। তাঁর লক্ষ্মী কর্মকার স্ত্রীই পাড়ারই এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে খবর। সেই যুবকের আবার চার মেয়ে ও এক ছেলে রয়েছে। সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থও হয়েছিলেন উৎপল। যদিও এরইমধ্যে তাঁর স্ত্রীকে সিঁদুর পরিয়ে বিয়ে করে ফেলেন পাড়ার ওই যুবক। ঠিক তারপরই নিজের বাড়িতেই উদ্ধার হয় উৎপলের ঝুলন্ত দেহ। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা।
এদিকে খবর পেয়ে দেহ উদ্ধার করতে এলাকায় আসে গুশকরা ফাঁড়ির পুলিশ। কিন্তু, গ্রামে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়ে। অন্যদিকে উৎপলের স্ত্রী ও তাঁর প্রেমিককেও আটকে রাখে। তাঁদের ছাড়াতে গেলে পুলিশের সঙ্গে ব্য়াপক ধস্তাধস্তিও উত্তেজিত জনতার। তাতেই ওই যুগল জখমও হয় বলে খবর। পুলিশ শেষ পর্যন্ত প্রেমিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে লক্ষ্মীকে ভর্তি করা হয়েছে গুশকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উৎপলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
