Koi Bhola Fish in Digha: মাছ তো নয়, যেন দৈত্য! চেহারা দেখেই হইচই শুরু হয়ে গেল দিঘায়
Koi Bhola Fish in Digha: মাছ পৌঁছনোর পর রীতিমতো হইচই শুরু হয়ে যায় দীঘা মোহনা জুড়ে। কোনও কোনও মাছ ব্যবসায়ী মাছ কিনতে ছুটে যান, আবার কেউ কেউ দেখতে যান বিরল ওই মাছটিকে।
দিঘা: মাছ দেখতে বাজারে ভিড়। হুড়োহুড়ি পড়ে গেল পর্যটকদের মধ্যে। কারণ এ মাছ তো যে সে মাছ নয়। প্রতিদিন বাজারে এমন মাছের দেখাও মেলে না। বুধবার দুপুরে দিঘার মোহনায় যে মাছ নিয়ে আসা হল, তার নাম কই ভোলা। আকৃতিতে এতটাই বড় যে হঠাৎ দেখলে মনে হবে, বাস্তবের কোনও মাছ নয়, গল্পে পড়া দানব। যেমন বড় মাথা, তেমনই বিরাট আকারের শরীর। গায়ের রং আর পাঁচটা মাছের মতোই। তবে অনেকেই জানেন না এই মাছের উপকারিতাও রয়েছে অনেক।
এদিন প্রায় ৭০ হাজার টাকা দরে নিলাম হল সেই মাছ। ওড়িশার পারাদ্বীপে মাছটি ধরা পড়েছে। সেখান থেকে বিক্রির জন্য এক মৎস্য ব্যবসায়ী এদিন দিঘা মোহনায় মাছটিকে নিয়ে আসেন। মাছ পৌঁছনোর পর রীতিমতো হইচই শুরু হয়ে যায় দীঘা মোহনা জুড়ে। কোনও কোনও মাছ ব্যবসায়ী মাছ কিনতে ছুটে যান, আবার কেউ কেউ দেখতে যান বিরল ওই মাছটিকে।
জানা গিয়েছে, গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। এছাড়া এই মাছ বিদেশে রফতানি করা হয়। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। কই ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছিলেন দিঘার পর্যটকেরাও।