Lakshman Chandra Seth: নেই কোনও ‘লক্ষ্মণ-রেখা’, সিপিএম-বিজেপি-কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে ঢোকার ইচ্ছা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 11, 2022 | 9:37 PM

Purba Medinipur: সোমবার লক্ষ্মণ শেঠের ৭২ তম জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি।

Lakshman Chandra Seth: নেই কোনও লক্ষ্মণ-রেখা, সিপিএম-বিজেপি-কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে ঢোকার ইচ্ছা
লক্ষ্মণ শেঠ (নিজস্ব ছবি)

Follow Us

পূর্ব মেদিনীপুর: বিস্ফোরক লক্ষণ শেঠ। তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করলেন রাজনীতিবীদ। একসময় সিপিএমে ছিলেন। তারপর দলবদলে যান বিজেপিতে পরে যোগদান করেন কংগ্রেসে। লোকসভার প্রার্থীও হন তিনি। এরপর সোমবার তৃণমূলে যোগদানের কথা জানান। বর্তমানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতির অপেক্ষায় রয়েছেন। এমনটাই জানালেন লক্ষ্মণ। সোমবার পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে এহেন মন্তব্য করলেন একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

সোমবার লক্ষ্মণ শেঠের ৭২ তম জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। লক্ষ্মণ শেঠ বলেন, “তৃণমূলে যোগদানের ইচ্ছে আছে। আমার ইচ্ছের কথা আমি জানিয়েছি।” তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষ আদর্শের পক্ষে। জনকল্যাণ মূলক কাজের প্রতি তিনি খুবই উদ্যোগী। উনি চাইলেই যে কোনও সময় ঘাসফুল শিবিরে যোগদান করতে পারি।” এই প্রথম নয়, একুশের শুভেন্দু অধিকারীর দলবদলের সময় লক্ষ্মণ শেঠ তৃণমূলে যোগদান করতে চেয়েছিলেন।

এরপর আজ জন্মদিন উপলক্ষ্যে একটি বেশ ভালো অনুষ্ঠানের আয়োজন করেন। আর সেইখানেই এমন ঘোষণা করেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। তাতেই শুরু নতুন করে গুঞ্জন শুরু হয়ে যায়।

যদিও গেরুয়া শিবিরের হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘লক্ষণ বাবু জন্মদিন উপলক্ষে বলেছেন যোগ দিতে পারেন তৃণমূলে। তাতে আমার আর কী বলার? ওনার মত করতেই পারেন। কিন্তু ওনার গুরুত্ব হারিয়েছেন অনেক আগেই। তাই প্রতি বছর একটা না একটা দল পরিবর্তন করছেন বিশেষ কোনও সুবিধা করতে পারবেন বলে মনে হয় না।”

আরও পড়ুন: Dhupguri Chaos: রাস্তায় শুয়ে বিক্ষোভ মহিলাদের, ফোর লেনের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রণক্ষেত্র

আরও পড়ুন: CM Mamata Banerjee On Hanskhali Case: ‘ধর্ষিত হয়েছিল নাকি প্রেগন্যান্ট না লাভ অ্যাফেয়ার্স?’, হাঁসখালি কাণ্ডে প্রশ্ন তুললেন মমতা

Next Article