BJP: তাপসী তৃণমূলে যেতেই হলদিয়ায় বড় পদক্ষেপ বিজেপির, দায়িত্ব বাড়ল ২ নেতার
BJP: বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করার পর মঙ্গলবার মহিষাদলে বিজেপির কার্যালয় আলো দিয়ে সাজানো হয়। বিতরণ করা হয় মিষ্টি। এদিকে জেলায় সংগঠনে যাতে কোনওরকম প্রভাব না পড়ে সেজন্য বৃহস্পতিবার হলদিয়ার টাউনশিপে জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।

হলদিয়া: হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন ২৪ ঘণ্টাও হয়নি। তারই মধ্যে হলদিয়া বিধানসভা এলাকার দুটি মণ্ডলের সভাপতি নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি। তাপসী তৃণমূলে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হলদিয়ার ৪ ও ৫ নম্বরের মণ্ডলের সভাপতি বদল করল গেরুয়া শিবির। আবার তাপসীর দলবদলের প্রভাব যাতে দলে না পড়ে, তা নিশ্চিত করতেও তৎপর হয়েছে বিজেপি। বৃহস্পতিবার হলদিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, গতকাল তাপসী মণ্ডল শিবির বদলানোর পর শাসকদলে যোগ দেন হলদিয়ার বিজেপির ২ মণ্ডল সভাপতি। এই পরিস্থিতিতে তড়িঘড়ি হলদিয়ার ৪ ও ৫ মণ্ডলের সভাপতি বদলের নির্দেশ এল। সূত্রের খবর, মণ্ডল সভাপতি এবং বিধায়কের শিবির বদলে সংগঠনে যাতে কোনওরকম প্রভাব না পড়ে, সেজন্য ২৪ ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হল নতুন দুই মণ্ডল সভাপতির নাম।
হলদিয়া ৪ মণ্ডলের বিজেপির সভাপতি ছিলেন দেবাশিস ভুঁইয়া। তাঁর জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কেশবচন্দ্র দাসকে। মণ্ডল-৫’র বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন সূর্যকান্ত ভুঁইয়া। তাঁর জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কার্তিকচন্দ্র দাসকে।
এই খবরটিও পড়ুন





কেশবচন্দ্র দাস (বাঁদিকে), কার্তিকচন্দ্র দাস (ডানদিকে)
মণ্ডল-৫’র নতুন মণ্ডল সভাপতি কার্তিকচন্দ্র দাস বলেন, “তাপসী মণ্ডলকে জেতাতে গিয়ে মার খেয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলাম। কিন্তু, উনি জেতার পরই আমাদের সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। আমাকে কাজ করতে দেওয়া হত না। তাপসী মণ্ডলের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েছিলাম। তখন দলের শীর্ষ নেতৃত্ব হয়তো বুঝতে পারেনি। এখন তাপসী তৃণমূলে যোগ দিতেই আমাকে দায়িত্ব দেওয়া হল। মাঠ থেকে জঞ্জাল মুক্ত হয়েছে। আমরা খুশি। হলদিয়ায় তৃণমূল বলে কিছু নেই। উনি হলদিয়ায় কিছু করতে পারবেন না।”
বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করার পর মঙ্গলবার মহিষাদলে বিজেপির কার্যালয় আলো দিয়ে সাজানো হয়। বিতরণ করা হয় মিষ্টি। এদিকে জেলায় সংগঠনে যাতে কোনওরকম প্রভাব না পড়ে সেজন্য বৃহস্পতিবার হলদিয়ার টাউনশিপে জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। তার আগে মঙ্গলবার প্রস্তুতি বৈঠক সেরেছেন হলদিয়ার বিজেপি নেতারা। সেই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আনন্দময় অধিকারী, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী-সহ অন্যরা।





