Dilip Ghosh: ‘যারা বিছানা পাল্টায়, তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে’, কাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh: দিলীপ ঘোষের গতি প্রকৃতি নিয়ে বিজেপির একাংশ নেতারা যে প্রশ্ন তুলেছিলেন, তার জবাব দিয়ে বলেন, "নিজের গতিপ্রকৃতি ঠিক নেই, তিনি আবার আমার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন।"

আজ দলের সমালোচনার জবাবে চাঁচাছোলা ভাষায় দিলীপ ঘোষ বলেন, “দলে অপসংস্কৃতি ঢুকেছে। কেউ কেউ চান আমি বেরিয়ে গেলে জায়গাটা খালি হবে, তাঁদের ভাল হবে। সেই জায়গা নেই। যবে থেকে তাঁরা পার্টিতে ঢুকেছে, তবে থেকে পার্টির অবনতি হয়েছে।”
দিলীপ ঘোষের গতি প্রকৃতি নিয়ে বিজেপির একাংশ নেতারা যে প্রশ্ন তুলেছিলেন, তার জবাব দিয়ে বলেন, “নিজের গতিপ্রকৃতি ঠিক নেই, তিনি আবার আমার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন।”
নাম না করে বিজেপির আরেক নেতাকে কটাক্ষ করে তিনি বলেন, “দিলীপ ঘোষ খোলা ময়দানের নীচে থাকেন। সকাল থেকে রাত-মানুষের জন্য কাজ করি। বাকিদের লাইফস্টাইল দেখুন। জীবনে আমি কোনওদিন বিড়ি সিগারেট খাইনি, ড্যান্স করতে যাইনি। যারা বিছানা পাল্টায় তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে। যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে, রাতের জীবনে একেকদিন, এক এক রকম, তাঁরা দিলীপ ঘোষকে ভোগী বলছে।”
প্রসঙ্গত, গতকালই বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে আক্রমণ করে লিখেছিলেন, “একজন “ত্যাগী” থেকে কীভাবে “ভোগী” হতে হয়, তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন “আদর্শবান পুরুষ” হওয়া যায় তা চিন্তার বিষয়!”
দিঘা জগন্নাথ মন্দিরের দর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ক্লোজ ডোর বৈঠক হয়নি। অনেকেই আছেন মুখ্যমন্ত্রীকে গোপনে ফোন করেন।”
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-





