Suvendu Adhikari: রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে হিন্দুদের বাংলা: শুভেন্দু

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Apr 06, 2025 | 12:30 PM

Suvendu Adhikari: রামনবমীর পুন্যতিথিতে নন্দীগ্রামের সোনাূড়াতে রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা। বেশ কয়েকদিন ধরেই সেখানে পুরোদমে চলছিল প্রস্তুতি। এদিন সকাল থেকেই জোরকদমে শুরু হয়ে যায় তোড়জোড়।

Suvendu Adhikari: রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে হিন্দুদের বাংলা: শুভেন্দু
রাম নবমীর মিছিলে শুভেন্দু অধিকারী
Image Credit source: TV 9 Bangla

Follow Us

নন্দীগ্রাম: সাতসকালে একেবারে বুলেট নিয়ে মেদিনীপুরের রাস্তায় নামতে দেখা গিয়েছে দিলীপ ঘোষ।  সঙ্গেই প্রায় ৫০০ বাইকের মিছিল। অন্যদিকে স্কুটি নিয়ে মিছিল করতে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে। রাস্তায় নামলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেই এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিনি। পরবর্তীতে আরও ৫০ লাখ মোট দেড় কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিনি। এদিন রাস্তায় নেমেই কার্যত রণহুঙ্কারের সুরে বললেন, “এ তো সবে সকাল দশটা! রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে হিন্দুদের বাংলা।”  

প্রসঙ্গত, রামনবমীর পুন্যতিথিতে নন্দীগ্রামের সোনাূড়াতে রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা। বেশ কয়েকদিন ধরেই সেখানে পুরোদমে চলছিল প্রস্তুতি। এদিন সকাল থেকেই জোরকদমে শুরু হয়ে যায় তোড়জোড়। পড়েছে বড় বড় রামের কাটআউট। এদিন সকালে দলীয় কর্মীদের বাইকে চেপেই সোনাচূড়ার মন্দিরে যেতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। মাথায় হেলমেট। 

সোনাচূড়াতে চার বিঘার জায়গার উপর তৈরি হবে রাম মন্দির। আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু। এদিনই হচ্ছে তার ভূমি পূজন। এদিন সোনাচূড়া থেকে বাইক র‌্যালিও শুরু হয়ে যায় সকালে। সোনাচূড়া বাজার হয়ে শুভেন্দুর এই বাইক মিছিল যাবে গাংরা মৌজা পর্যন্ত। এখানেই হচ্ছে ওই রাম মন্দির।