BJP: ফের উড়ল গেরুয়া আবির, ভূপতিনগরে সমবায়ে তৃণমূলকে হারিয়ে বড় জয় বিজেপির

BJP: বৃহস্পতিবার ভূপতিনগর কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনের ফলাফল সামনে আসতে দেখা যায় গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাতেই উচ্ছ্বাস পদ্ম ব্রিগেড।

BJP: ফের উড়ল গেরুয়া আবির, ভূপতিনগরে সমবায়ে তৃণমূলকে হারিয়ে বড় জয় বিজেপির
উচ্ছ্বাস গেরুয়া শিবিরে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 23, 2025 | 12:06 AM

ভূপতিনগর: ভূপতিনগরে সমবায়ে উড়ল গেরুয়া আবির। সৌমেন্দু অধিকারীর সংসদীয় এলাকায় সমবায় সমিতির বিপুল জয় পেল বিজেপি। বৃহস্পতিবার ভূপতিনগর কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনের ফলাফল সামনে আসতে দেখা যায় গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে পদ্ম কর্মীরা। চলছে বিজয়োল্লাস। 

বিজেপি কর্মীদের সাফ কথা, সমবায় সমিতির উন্নয়ন চাইছে মানুষ। সে কারণেই বিজেপিকে জিতিয়েছে। পরিবর্তন চেয়েছিলেন ভোটাররা। তারই প্রতিফলন দেখা যাচ্ছে। যদিও এই জয় নিয়ে শাসকদলের অনুগামীদের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এদিকে আগে এই বোর্ড তৃণমূলেরই দখলে ছিল। বিজেপির দাবি, অবস্থা যে ভাল নয় তা অনেক আগে থেকেই বুঝতে পারছিল শাসকদল। সে কারণেই কিছুতেই ভোটে যাচ্ছিল না। শেষ পর্যন্ত ভোট হলে যে বিপুল ভোটে জয় নিশ্চিত, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন পদ্ম কর্মীরা। অবশেষে প্রতীক্ষিত জয় মেলায় স্বভাবতই খুশির হওয়া পদ্ম ব্রিগেডে।