Local Train in Digha: রথযাত্রায় অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে রেল, কোন রুটে জানুন
Digha: রেল সূত্রে খবর, রথযাত্রাকে সামনে রেখে এই লোকাল ট্রেনগুলি চলা শুরু হল। গতকাল অর্থাৎ বুধবার থেকে এই লোকালগুলি চলা শুরু হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে ট্রেনগুলি।

দিঘা: শুক্রবার রথ। এই প্রথম দিঘায় মহা ধুমধামের সঙ্গে পালিত হবে রথযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রথম রথে প্রচুর মানুষের ভিড় হবে দিঘায়। এবার রথ উপলক্ষ্যে একজোড়া লোকাল ট্রেন চালাচ্ছে রেল।
রেল সূত্রে খবর, রথযাত্রাকে সামনে রেখে এই লোকাল ট্রেনগুলি চলা শুরু হল। গতকাল অর্থাৎ বুধবার থেকে এই লোকালগুলি চলা শুরু হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে ট্রেনগুলি। আপ পাঁশকুড়া লোকাল সকাল সাতটায় ছাড়বে দিঘার জন্য। আবার দিঘা থেকে সকাল ৯টা বেজে ২০ মিনিটে একটি ট্রেন ছাড়বে পাঁশকুড়ার জন্য। ডাউন দিঘা লোকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে ছাড়বে। আবার পাঁশকুড়া লোকাল ছাড়বে ১১টা ৫০ মিনিটে। পাঁশকুড়া থেকে দুপুর ১২টা ১৫ মিনিট একটি ট্রেন ছাড়বে দিঘার জন্য। অপরদিকে, দিঘা থেকে পাঁশকুড়ার জন্য ২টা ৪০ মিনিট ট্রেন ছাড়বে।
বস্তুত, গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই বছর প্রথম রথ উৎসব। সেই কারণে ভক্তের ভিড় সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে তৎপর কলকাতা পুলিশও। ইতিমধ্যেই কলকাতা পুলিশের দশ জন ট্রাফিক সার্জেন্ট রওনা দিয়েছেন দিঘার উদ্দেশ্যে। ভিড় সামাল দিতে তৎপর তাঁরা।

