Digha: আর সমুদ্রে নামবেন না! দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
Digha: ইতিমধ্যেই পঞ্চয়াতের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। উপকূল এলাকার দায়িত্বে থাকা ডি এসপি (ডি এন্ড টি) আবুনুর হোসেন বলেন, “সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত এটা মানতে হবে।”

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই নিম্নচাপের রূপ ধারণ করেছে। ধীরে ধীরে এগোবে উত্তর অভিমুখে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের শক্তি আরও বাড়বে। এই নিম্নচাপের প্রভাবেই দুর্যোগের আশঙ্কা বাংলায়। একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। উপকূলবর্তী এলাকাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তৎপরতা শুরু হয়েছে দিঘার উপকূলে।
ইতিমধ্যেই পঞ্চয়াতের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। উপকূল এলাকার দায়িত্বে থাকা ডি এসপি (ডি এন্ড টি) আবুনুর হোসেন বলেন, “সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত এটা মানতে হবে।” ইতিমধ্যেই নুলিয়াদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে। পর্যটকরা যাতে কোনওভাবেই সমুদ্রে না নামেন সে কথা বলা হচ্ছে বারবার। অন্যদিকে এদিন সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বলেও ভারী বৃষ্টি হয়নি।
অন্যদিকে ইতিমধ্যেই বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে বৃহস্পতি ও শুক্রবার সমুদ্র তীরবর্তী এলাকায় সমস্ত রকম কাজ থেকে বিরত থাকার কথাও বলছে আবহাওয়া দফতর। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
