গরিব মানুষকে ভোটে ব্যবহার বড় অপরাধ, হলদিয়ায় বললেন প্রধানমন্ত্রী

হলদিয়ায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গরিব মানুষকে ভোটে ব্যবহার বড় অপরাধ, হলদিয়ায় বললেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2021 | 7:08 PM

পূর্ব মেদিনীপুর: ভোটের আবহে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় একাধিক সরকারি প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে তাঁর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হলদিয়ার এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীলবাড়ি দখলের লড়াইয়ে এই সভা থেকেই ব-কলমে নির্বাচনী লড়াইয়ের প্রচার শুরু করলেন মোদী। মঞ্চে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা।

পর্দার পিছনে বাম-কংগ্রেস-তৃণমূল ম্যাচ ফিক্সিং করছে। তাদের থেকে সামলে থাকতে হবে। তারা বন্ধ ঘরে দেখা করে, বৈঠকে বসে। আমাদের আসল পরিবর্তন তৃণমূলের সঙ্গে হলেও, তার সঙ্গীদের থেকে সামলে থাকতে হবে: মোদী

কিছুদিন আগে চাপে পড়ে কৃষকদের নাম পাঠিয়েছিল রাজ্য। ২৫ লক্ষের মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের নাম পাঠিয়েছিল। কেন্দ্রে তাঁদের এখনও টাকা পাঠাতে পারছে না, কারণ তাঁদের ব্যাঙ্ক ডিটেইল দেয়নি রাজ্য।  পিসি ভাইপোকে বাংলা থেকে হঠাতে হবে। বাংলায় উন্নতি আনতে ডবল ইঞ্জিন সরকার দরকার।: মোদী

মমতাদির সরকার গরিব মানুষের জন্য একেবারে ভাবে না। তার অন্যতম উদাহরণ- আয়ুষ্মান যোজনা থেকে বাংলার মানুষকে বঞ্চিত রাখা। ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারতেন সকলে। কিন্তু এখানকার সরকার বাংলায় কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছে না। : মোদী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অথচ দিদি চুুপ রয়েছে। বাংলায় বিজেপির সরকার গঠন হলে কেন্দ্রের সমস্ত প্রকল্প অতি দ্রুত বাংলায় কার্যকর হবে। দেশের অন্য কৃষকদের মতো সমস্ত সুযোগ সুবিধা পাবেন বাংলার কৃষক।: মোদী

ভাগ্য ভাল কেন্দ্রীয় সরকার বাংলার ৪ কোটি মানুষের জন ধন অ্যাকাউন্ট খুলেছিল। তার জন্যই করোনার সময় সরকারের কাছ থেকে টাকা পেয়েছিলেন মানুষ। করোনার সময় কৃষকদের অ্যাকাউন্টে মোট ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা জমা করা হয়েছে। বাংলার কৃষকরাও এই সুবিধা পেতে পারতেন। কিন্তু এখানকার সরকার এই প্রকল্পই নিতে চায়নি।: মোদী

বাংলায় পরিবর্তন আনেননি মমতা, বরং বাম শাসনের পুনর্জ্জীবন ঘটেছে। অপরাধ, হিংসার পুনরুজ্জীবন হয়েছে। উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে রেগে যান দিদি। বাংলার গরিব মানুষরা শুধুই ভোটের ব্যবহারে লেগেছে। আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে। কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় হয়েছে। রাজনীতির দুবৃত্তায়ন করেছে মমতা সরকার। করোনাকালে বাংলার মানুষ হাজার হাজার কোটি টাকা পায়নি। কেন্দ্রের পাঠানো রেশন বাংলার মানুষ পায়নি। : মোদী

বাংলা কেন পিছিয়ে পড়েছে? বাংলার দুরবস্থার কারণ রাজনীতি। বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছেন। ১০ বছর বাংলার মানুষ মমতার স্পর্শ চেয়েছিলেন, নির্মমতার শিকার হয়েছেন। গত ১০ বছরে বাংলায় কী শিল্প হয়েছে?  : মোদী

ফ্রেট করিডরের কাজ দ্রুত শুরু হয়েছে। এই বাজেটে বাংলার সড়কের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রকল্পে লাভবান হবেন স্থানীয়রা। সড়়কে যোগাযোগ বৈপ্লবিক পরিবর্তন আনবে। গ্যাস প্রকল্পের সুূবিধা পাবে বিভিন্ন জেলা। ২৫ শতাংশ বরাদ্দ বেড়েছে রেলে। বাংলায় অনেক জেলায় এলপিজি পাইপ লাইনে পৌঁছবে। পূর্ব মেদিনীপুরে মৎস্যবন্দর হাব হবে। কেন্দ্রীয় প্রকল্পে চা শ্রমিকদের অনেক উন্নয়ন হবে।  : মোদী

মেদিনীপুরের মাটিতে আসতে পেরে ধন্য মনে করছি। এই মাটিতেই তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। মেদিনীপুরের মাটির গুণ্ডে মুদ্ধ। বাংলায় ৫০০০ কোটির প্রকল্পের সূচনা করব। বাংলার মানুষের প্রচুর কর্মসংস্থান হবে। :  মোদী

উত্তরাখণ্ডের দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।  উত্তরাখণ্ডে উদ্ধারকার্য শুরু হয়েছে। দুর্গতদের মানুষদের পাশে আমি আছি। সবাইকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। মানুষদের দুর্ভোগ কমাতে সবরকম সাহায্য করছে সরকার : মোদী

আমরা কংগ্রেস, সিপিএমকে তাড়িয়েছি, তৃণমূলকেও তাড়াব: দিলীপ ঘোষ

চুপচাপ পদ্মে ছাপ: রাজীব

আগামী দিনে লক্ষ্য একটাই, চলুন পাল্টাই: রাজীব

ভারতীকে বলেছিলাম যখন মমতাদির জন্য় এত অনৈতিক কাজ করছেন, আপনাকে একদিন ভারতীয় জনতা পার্টির স্মরণে আসতে হবে, কিন্তু ভারতী আগেই চলে এসেছেন: কৈলাস

হলদিয়ায় যত মানুষের ভিড়, এত বড় সভা আমি দেখিনি: কৈলাস

এই রাজ্যের সবচেয়ে বড় কোলমাফিয়া, গোল্ড মাফিয়া, সিন্ডিকেট রাজ মাফিয়া কে?: কৈলাস জনতা উত্তর দেন ‘ভাইপো’

বাংলার ‘আইকন’ বর্ষীয়ান নেতা শিশির অধিকারী সম্পর্কে কীভাবে এমন কথা বলতে পারলেন অভিষেক? এটা কি বাংলার সংস্কৃতি: কৈলাশ

বড়দের সম্মান করতে পারেন না, তারা কীভাবে পদে থাকবেন? আমরা ওঁর ভাষাতেই জবাব দিতে পারতাম। কিন্তু আমরা যে দলের সদস্য, তাদের একটা সংস্কৃতি রয়েছে: কৈলাস

হলদিয়ায় অনেক কিছু হওয়ার ছিল, হই নি: মুকুল

সভাস্থলের ছবি

আগামী নির্বাচনে আমাদের পরিবর্তন আনতে হবে: মুকুল

শুভেন্দু যে দল ছেড়েছিল, আমি শুধু বলেছিলাম, ও যদি বিজেপিতে আসত, আমরা স্বাগত জানাতাম। তাই শেষে হলেও শুভেন্দু ভারতীয় জনতা পার্টিতে এসেছে, ওঁ দলের মূল্যবান ব্যক্তি: মুকুল

একটা সময়ে ভারতী কাজ ছিল জঙ্গলমহলকে পাহাড়া দেওয়া, এখন ওঁর কাজ বাংলার মানুষকে পাহাড়া দেওয়া: মুকুল

আমি সেই সরকারের সঙ্গে ছিলাম। আমার যা ক্ষমতা ছিল তা কেড়ে নিয়েছিলেন মাননীয়া: শুভেন্দু

যে স্বপ্ন নিয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছিল তা সফল হয়নি : শুভেন্দু

আগামী বিধানসভা নির্বাচনে প্রকৃত পরিবর্তন আনতে হবে। বাংলায় একটাও নতুন শিল্প আসেনি: শুভেন্দু

বাংলায় কাজের সুযোগ নেই: শুভেন্দু

ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে হবে: শুভেন্দু

বহু কর্মসংস্থান তৈরি হবে: শুভেন্দু

হলদিয়া নন্দীগ্রামে সেতু বানাবে। জাতীয় জলপথ। কেন্দ্র না চাইলে হবে না: শুভেন্দু

যেমন ঝাড় তেমন বাঁশ। মেদিনীপুরে মাননীয়া বললেন প্রধানমন্ত্রীকে তুই তোকারি আর কাঁথিতে ভাইপো বললেন তুই। এই হল সংস্কৃতি: শুভেন্দু