
পূর্ব মেদিনীপুর: বাড়িতে ঢুকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। ফাঁকা বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহ। উত্তেজনা এগরায়। বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। কীভাবে ওই ঘটনা? তদন্ত শুরু পুলিশের।
জানা গিয়েছে, বছর সাইত্রিশের ওই মহিলার স্বামী দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বাইরে থাকতেন। তাঁর একজন ছেলেও রয়েছে। তিনিও কর্মসূত্রে মুম্বইতে থাকেন। সকালে গ্রামের কয়েকজন মহিলা তাঁকে ডাকতে গিয়ে কোনও সাড়া পাননি। পরে সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে দেখেন, মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা।
তিনিই চিৎকার করে গ্রামের অনান্য মহিলাদের ডেকে আনেন তাঁরা। জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় এগরা থানার পুলিসের কাছে। অত্যুৎসাহী গ্রামবাসীরা ওই বাড়িতে জড়ো হন। পুলিশ গিয়ে ভিড় সরিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা গিয়েছে।
তবে গ্রামবাসীদের অভিযোগ, ওই মহিলাক ধর্ষণ করে খুন করা হয়েছে। ওই মহিলা যেহেতু বাড়িতে একাই থাকতেন, সে খবর অনান্যদের কাছেও ছিল। গ্রামের মদ্যপরাই ঘরে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ উঠছে। কারণ ওই মহিলার পরনের বস্ত্র এলোমেলো ছিল। ফলে এটিকে ধর্ষণের ঘটনা বলেই মনে করছেন তাঁরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার আগে এ বিষয়ে কিছু বলতে চাননি তারা।
আরও পড়ুন: CBI ED Corona Cases: করোনার থাবা, এবার ইডি-সিবিআই অফিসারদের ‘ওয়ার্ক ফর্ম হোম’!