Dibyendu Adhikari: দিব্যেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনার কবলে, বড় বিপদ থেকে রক্ষা সাংসদের
Accident: এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর কম হয়নি। দিব্যেন্দু অধিকারী বলেন, "হলদিয়া থেকে ফিরছিলাম। মারিশদা থানা পার করে আসার পর আমার গাড়ির পাশে হঠাৎ করেই একটা ১২ চাকার লরি চলে আসে। অতি দ্রুত গতিতে আমার গাড়িকে ওভারটেক করে।"
পূর্ব মেদিনীপুর: সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয়ে ঢুকে পড়ল লরি। মারিশদা থানা এলাকার ঘটনা। লরিটিকে আটক করা হয়েছে। শিল্পনগরী হলদিয়া থেকে কাঁথি ফেরার পথে ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনায় কবলে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শনিবার সন্ধ্য ৭টা ৪৫ মিনিট নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা লোকাল বোর্ড বাসস্টপের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।
দিব্যেন্দু অধিকারী বলেন, “হলদিয়া থেকে ফিরছিলাম। মারিশদা থানা পার করে আসার পর আমার গাড়ির পাশে হঠাৎ করেই একটা ১২ চাকার লরি চলে আসে। অতি দ্রুত গতিতে আমার গাড়িকে ওভারটেক করে। একেবারে আমার গাড়ির সামনে চলে আসে। আমার গাড়ি আর লরিটার এক চুল দূরত্ব। চালক কোনওমতে কাটিয়ে আমার গাড়িটা ডানদিকে নামিয়ে দেয়।” আটক করা হয়েছে লরি ও চালক। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
মারিশদা থানার ওসি সৌমেন গুহ বলেন, “দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। লরিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা উচ্চতম আধিকারিকের নজরে বিষয়টি এনেছেন বলে সূত্রের খবর।