Student Crime: স্কুল ক্যান্টিনে বসেই কেমন অদ্ভূত আচরণ করছিল ছেলেটি, সন্দেহর বশে ব্যাগ খুলতেই শিক্ষকের মাথায় হাত!

Purba Medinipur: অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে বারবার অভিযোগ উঠছিল যে পড়াশোনা থেকে বিরত হয়ে স্কুল ছুটের পরিমাণ বেড়েছে।

Student Crime: স্কুল ক্যান্টিনে বসেই কেমন অদ্ভূত আচরণ করছিল ছেলেটি, সন্দেহর বশে ব্যাগ খুলতেই শিক্ষকের মাথায় হাত!
অভিযুক্ত ছাত্র শেখ ইয়াসিন (নিজস্ব ছবি)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 13, 2022 | 11:39 AM

নন্দকুমার: করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হতেই খুলে যায়। আবারও পুরদমে চালু হয়েছে স্কুল। সঙ্গে পড়াশোনা। অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে বারবার অভিযোগ উঠছিল যে পড়াশোনা থেকে বিরত হয়ে স্কুল ছুটের সংখ্য়া বেড়েছে। কারোর বিয়ে হয়ে গিয়েছে, কেউ আবার পড়াশোনা ছেড়ে যোগ দিয়েছে কাজে। বাকি যারা রয়েছেন তাঁদের অনেকেই ভুলেছে পড়াশোনা। আর এই অভিযোগগুলি যে মোটেই ভুয়ো নয় তা আরও একবার প্রমাণিত হল। দীর্ঘদিন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে অনেক পড়ুয়াই বিপথে চলে গিয়েছেন তা শনিবারের ঘটনা থেকে স্পষ্ট।

কী ঘটেছে?

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার বাসুদেবপুর মহারাজা নন্দকুমার হাইস্কপলের ঘটনা। সেখানে নবম শ্রেণির এক ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বন্দুক। অভিযুক্ত ছাত্রের নাম ইয়াসিন শেখ। জানা গিয়েছে, শনিবার স্কুলে যায় ইয়াসিন। এরপর, ব্যাগসহ ক্যান্টিনে বসে থাকে সে। তার হাবভাব দেখে সন্দেহ হয় শিক্ষককের। ছেলেটিকে তল্লাশি চালাতেই পকেট থেকে উদ্ধার হয় নেশাদ্রব্য। এরপর আর কোনও রকম ঝুঁকি না নিয়ে সোজা তার ব্যাগ তল্লাশি চালায় শিক্ষক। চেন খুলতেই মাথায় হাত পড়ে তার। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় একটি বন্দুক। মুহুর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়ায় গোটা স্কুলে।

স্কুলের তরফ থেকেই খবর দেওয়া হয় নন্দকুমার থানায়। পুলিশ পৌঁছে বন্দুক সহ ওই ছাত্রকে আটক করে। পুলিশ সূত্রে খবর, ইয়াসিন শেখ ক্লাস নাইনে পড়ে। তার বাড়ি নন্দকুমার থানার শ্রীধরপুর এলাকায়। তবে এই বন্দুকটি বুলেট দিয়ে চালানোর বন্দুক নয়। এটি বেলুন ফাটানোর বন্দুক। তবে কোথা থেকে সেটি এল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Prasun Banerjee: জোরে বাজছে হিন্দি গান, সঙ্গে কোমর দোলাচ্ছেন মহিলারা, তৃণমূল সাংসদের উল্লাসে অতিষ্ঠ মাধ্যমিক পড়ুয়ারা

আরও পড়ুন: jalpaiguri Crime: যেন সিনেমা, বৃদ্ধার সঙ্গে লুকোচুরি খেলে মাত্র ৬ মিনিটেই সব ‘হাফিস’ করল চোর