AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashok Dinda: ময়নায় প্রার্থী ঘোষণা অশোক দিন্দার, কার নাম নিলেন?

BJP MLA Ashok Dinda: প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। ময়না কেন্দ্র থেকে জেতেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সেই ময়না কেন্দ্রে কে হবেন বিজেপির প্রার্থী? রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপি প্রার্থীর নাম কার্যত ঘোষণা করলেন অশোক দিন্দা।

Ashok Dinda: ময়নায় প্রার্থী ঘোষণা অশোক দিন্দার, কার নাম নিলেন?
বিজেপি বিধায়ক অশোক দিন্দাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 19, 2025 | 11:08 PM
Share

পূর্ব মেদিনীপুর: বাংলায় বিধানসভা নির্বাচনের এখনও মাস সাতেক বাকি। রাজনৈতিক পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। তবে কোনও রাজনৈতিক দলই এখনও প্রার্থী ঘোষণা করেনি। এই আবহে কার্যত পূর্ব মেদিনীপুরের ময়না আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন সেখানকারই বিধায়ক অশোক দিন্দা। আসন্ন বিধানসভা নির্বাচনে ময়না আসনে কে হবেন বিজেপি প্রার্থী? রাখঢাক না রেখেই নাম জানিয়ে দিলেন প্রাক্তন এই ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক। কার নাম করলেন তিনি?

প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। ময়না কেন্দ্র থেকে জেতেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সেই ময়না কেন্দ্রে কে হবেন বিজেপির প্রার্থী? রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপি প্রার্থীর নাম কার্যত ঘোষণা করলেন অশোক দিন্দা।

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে, তা বলা যায় না। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, ২০২৬ সালে অশোক দিন্দাই ময়নায় দাঁড়াবে। ৯৯.০০৯ শতাংশ আমিই দাঁড়াব। আপনারা আমার সঙ্গে থাকুন।” তাঁর কথা শুনে বিজেপি কর্মী-সমর্থকরা হাততালি দেন। কেন নিজেকে ফের ময়নার প্রার্থী হিসেবে তিনি দেখছেন, এদিন সেকথাও জানান বিজেপি এই বিধায়ক। বলেন, “গত সাড়ে চার বছর ধরে ময়না বিধানসভাতেই পড়ে আছি। সবসময় মানুষের কথা ভাবি।”

বিজেপির অন্য নেতাদের মতে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়েও তিনি নিজের মতামত জানালেন। বললেন, “বাংলায় এসআইআর হবে। এবং ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। এসআইআর-এ ৮০ লক্ষ মানুষের নাম বাদ গেলে তৃণমূল দুমড়ে-মুচড়ে পড়বে।”

অশোক দিন্দা যেমন নিজেকে ময়নার প্রার্থী হিসেবে ঘোষণা করলেন, তেমনই গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। সাঁইথিয়ায় লীলাবতি সাহা প্রার্থী হবেন বলে ঘোষণা করেন অনুব্রত।