Kolaghat: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বোনের পায়ুদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, নিউটাউন থেকে গ্রেফতার যুবক
Kolaghat: বাড়ির বড় মেয়ের সঙ্গে অভিযুক্তের প্রেম ছিল। ইদানীং সে সম্পর্কে অবনতি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন নির্যাতিতার দিদি। ঘটনার দিন কাজে বেরিয়ে গিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা।

পূর্ব মেদিনীপুর: দিদির সঙ্গে প্রেম ছিল। কিন্তু দিদি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই বোনকে যৌন হেনস্থার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পায়ুদ্বারে কাঁটা চামচ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাটে। অভিযুক্তকে নিউটাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার চিকিৎসা চলছে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির বড় মেয়ের সঙ্গে অভিযুক্তের প্রেম ছিল। ইদানীং সে সম্পর্কে অবনতি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন নির্যাতিতার দিদি। ঘটনার দিন কাজে বেরিয়ে গিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। ঠিক সেই সময় ওই অভিযুক্ত যুবক বাড়িতে ঢোকে। নাবালিকাকে একা পেয়ে তাঁর ওপর যৌন হেনস্থা করে বলে অভিযোগ।
নাবালিকার পায়ুদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় নাবালিকাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।
যুবকের বাড়ি কোলাঘাট এলাকায়। ঘটনা ঘটিয়ে কলকাতার নিউটাউনে আত্মগোপন করেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কলকাতার নিউটাউন থেকে গ্রেফতার করেছে অভিযুক্তকে।





