Kunal Ghosh: বাসভবনের সামনে জোরে গান বাজানো নিয়ে টুইট শুভেন্দুর! ‘ন্যাকা ষষ্ঠী’ কটাক্ষ কুণালের
Suvendu Adhikari: টুইটে শুভেন্দু লেখেন, "কোনও শালীনতা ছাড়াই আমার বাসভবনের সামনে লাউডস্পিকারে গান বাজিয়ে চলেছে ওরা।"
পূর্ব মেদিনীপুর: অধিকারী বাড়ির থেকে কিছু দূরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)। বিরোধী দলনেতাকে রীতিমত ‘কাপুরুষ’, ‘ভীতু’, ‘ন্যাকা ষষ্ঠী’ বলে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র। শুভেন্দু অধিকারীর টুইট নিয়ে তিনি বলেন, “কাপুরুষ ,জমি হারানো ,ভীতু হেরে যাওয়া ,ন্যাক্কা ষষ্টি, দম নেই তো কেন রাজনীতি করছেন কেন ?”
সোমবার আধিকারীবাড়ি শান্তিকুঞ্জের খিড়কির অদূরে প্রভাত কুমার কলেজ সংলগ্ন মাঠ এলাকায় কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উচ্ছ্বাস দিবস পালন করে। সেখানে উপস্থিত ছিলেন , রাজ্যের মন্ত্রী অখিল গিরি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, প্রাক্তন সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস, বিধায়ক উত্তম বারিক, যুব সভাপতি সুপ্রকাশ গিরি, সহ মহকুমা, ব্লক, জেলা ও রাজ্যের বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।
এদিন, সভামঞ্চে দাঁড়িয়ে সকলের প্রায় ‘ওয়ান ম্যান’ এজেন্ডা নিয়েই সভা শুরু হয়। কাঁথি পুরসভা নির্বাচনে অধিকারীদের জামানত জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ সকলেরই। দম থাকলে কাঁথি পুরসভা নির্বাচনে নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানায় তৃণমূল।
সোমবার বিকেলের সভায় এই প্রসঙ্গে শুভেন্দুর কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে কুণাল বলেছেন, “কাঁথি পুরসভার একুশটা আসনে একুশটাই তৃণমূলের হবে। তৃণমূলই পুরবোর্ড গঠন করবে। অধিকারীর পর অধিকারীর জামানাও শেষ হবে এবার। নিজের ওয়ার্ডেই জামানত জব্দ হবে শুভেন্দু অধিকারীর। বিধানসভা ভোটে ওঁর নিজের ওয়ার্ডে বিজেপি জিততে পারেনি। দম থাকলে এবার পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দেখান।”
গতবছর ১৯ ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহের সভাতে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারই বর্ষপূর্তিতে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল রবিবার পালন করেছিল গদ্দার দিবস। পাশাপাশি সোমবার যুব তৃণমূল ও তৃণমূল সংখ্যালঘু সেলের ডাকে পালিত হয় উচ্ছাস ও সংহতি দিবস। বিকেলে শহরের মেচেদা বাইপাশ থেকে শুরু হয়ে সভাস্থল পর্যন্ত বিশাল পদযাত্রা পরিক্রমা করে। তাতে হাজার-হাজার মানুষের সঙ্গে পা মেলান কুণাল ঘোষ, অখিল গিরি সহ অন্যান্য নেতৃত্ব। পদযাত্রা শেষে সংগঠিত হয় সভা।
তৃণমূলের এই কর্মসূচিকে বিঁধে এদিন টুইটে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেখেন, “পশ্চিমবঙ্গের জনগণ দয়া করে তৃণমূলের নোংরা সংস্কৃতির দিকে দেখুন। গতকাল হাজার হাজার পুলিশ কর্মী ও নিজেদের সর্বশক্তি দিয়েও আমাকে থামাতে পারেনি। তাই আজ আরও নীচে নেমে গিয়েছে ওরা। কোনও শালীনতা ছাড়াই আমার বাসভবনের সামনে লাউডস্পিকারে গান বাজিয়ে চলেছে ওরা।”
এর জবাবে কটাক্ষের সুরে কুণাল ঘোষ বলেছেন, “ওটা কাপুরুষের টুইট। ভয় পেয়ে মিথ্যা টুইট করে রাজ্যবাসীকে ভুল বোঝানোর চেষ্টা করছে। একটা রাজনৈতিক দলের সভা হয়েছে। এই সভা ও মিছিল থেকে ওঁর বাড়ির দিকে তাকিয়ে কেউ অশোভন আচরণ করেনি ,গালি দেয়নি, কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। উনি মিথ্যা বোঝাতে চাইছেন।’
আরও পড়ুন: Afghanistan Budget: ২০ বছরে প্রথমবার, বিদেশী সাহায্য ছাড়াই অর্থ বাজেট পেশ করবে তালিব সরকার