AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahishadal: রশিতে টান দিয়েছেন সবে, সাপ জড়িয়ে গেল পায়ে… বাংলার ২৫০ বছরের প্রাচীন রথে যা ঘটল, কল্পনাও করতে পারবেন না

Mahishadal: ২৫০ বছরের প্রাচীন মহিষাদলের রথ। এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় এগারো জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।  দুজনের অবস্থা গুরুতর,  তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে আবার সাপেও কেটেছে।

Mahishadal: রশিতে টান দিয়েছেন সবে, সাপ জড়িয়ে গেল পায়ে...  বাংলার ২৫০ বছরের প্রাচীন রথে যা ঘটল, কল্পনাও করতে পারবেন না
মহিষাদলে রথে ভয়ঙ্কর ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 27, 2025 | 10:11 PM
Share

পূর্ব মেদিনীপুর: রথের রশিতে টান দেবেন সকলে। আড়াইশো বছরের পুরনো রথ! স্বাভাবিকভাবেই এলাকার মানুষের কাছে তার আলাদাই মাহাত্ম্য। এদিকে দিনভর বৃষ্টি। রাস্তায় প্যাচপ্যাচে কাদা। রশি টানতে হুড়মুড়িয়ে ভিড়। আচমকাই শুরু ধাক্কাধাক্কি। পা পিছলে পড়েন অনেকে। তার মধ্যে এক মহিলার পায়ে পেঁচিয়ে যায় সাপ! মহিষাদল রথ টানতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। আহত প্রায় ১১জন। যদিও বিধায়কের বক্তব্য,  “এত বড় অনুষ্ঠানে, এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে।”

২৫০ বছরের প্রাচীন মহিষাদলের রথ। এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় এগারো জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।  দুজনের অবস্থা গুরুতর,  তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে আবার সাপেও কেটেছে।

জানা যাচ্ছে,  যে রাস্তা দিয়ে রথ টানা হচ্ছিল, সেখানেই রাস্তার গর্তে পড়ে যান কয়েকজন। তাঁদের উপরে পড়ে যান পিছন দিক থেকে আসা আরও কয়েকজন দর্শনার্থী। হুড়োহুড়িতে পদপিষ্ট হন কয়েকজন। যার মধ্যে অধিকাংশ মহিলা।

যদিও এই নিয়ে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, “এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। একজনের কপাল একটু বেশি থেঁতলে গিয়েছে। তাঁর আঘাতটাই অনেকটাই বেশি। কিন্তু সবার আঘাতই কম। একজনকে সাপ কামড়েছিল।”

বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তায় কাদা ছিল, মহিষাদলে রশিতে কোনওদিন পুলিশের লোক থাকে না। পুলিশের কর্ডন করাই নিয়ম। খাকি পোশাকে যাদের দেখছি, তারা এনসিসি-র লোক।”