নন্দীগ্রামে আজ শাহি-ঝড়, পথে নামবেন ‘জাত গোখরো’, ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ও

একুশের বিধানসভা ভোটের এপিসেন্টার এই নন্দীগ্রাম। ২৯৩টি আসন একদিকে, অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র।

নন্দীগ্রামে আজ শাহি-ঝড়, পথে নামবেন 'জাত গোখরো', 'রয়্যাল বেঙ্গল টাইগার'ও
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 8:59 AM

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) হাই ভোল্টেজ মঙ্গলবার। শেষদিনের প্রচারে মমতা-শুভেন্দুর ডুয়েল দেখবে নন্দীগ্রামের মানুষ। দু’জনেরই একাধিক কর্মসূচি রয়েছে এদিন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামবেন অমিত শাহ। রোড শো করবেন বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তীও। অন্যদিকে ময়দানে থাকবেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে জনসভা, একাধিক কর্মসূচি রয়েছে তাঁরও।

সকাল ১১টা নাগাদ ভাঙাবেড়ার শহিদবেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। বেলা ১টায় সোনাচূড়ায় জনসভা রয়েছে তাঁর। সেখান থেকে ২টোয় চলে যাবেন ভেকুটিয়ায়। সেখানেও প্রচারসভা। এরপর টেঙ্গুয়ায় জনসভা রয়েছে দুপুর ৩টে নাগাদ।

আরও পড়ুন: ১০ জন লাশের আত্মা ঘুরে বেড়াচ্ছে, হলদিয়া গেস্ট হাউজে কেমন একটা মনে হয়েছিল মমতার

নন্দীগ্রামে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার তাঁর হয়ে প্রচার করতে আসছেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তী। সকাল ১১টা নাগাদ শুভেন্দুর প্রচারে রোড শো করবেন অমিত শাহ। বিকেল চারটেয় শুভেন্দুর সমর্থনে নন্দীগ্রামে নামবেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: বগলামুখী মায়ের কবজ ছিল বলেই সেদিন বেঁচে গেলাম: মমতা

একুশের বিধানসভা ভোটের এপিসেন্টার এই নন্দীগ্রাম। ২৯৩টি আসন একদিকে, অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই প্রথমবার মমতা-শুভেন্দুর মুখোমুখি শক্তিপরীক্ষা। প্রেস্টিজ ফাইট দু’জনেরই। ইতিমধ্যেই এখানকার ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারী শুনিয়ে রেখেছেন, জয় তাঁর নিশ্চিত। অন্যদিকে সোমবারই ‘ভূমিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মানুষ তাঁর সঙ্গেই আছে। তিনি ‘রয়্যাল বেঙ্গল টাইগার’। তাঁকে আটকানো অত সোজা হবে না।