WB Panchayat Election 2023 Results: বাঁশবাগানে বোমা বিস্ফোরণ, হাত উড়ে গেল প্রৌঢ়ের

ময়নায় ভোট গণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। ওই ব্যক্তির নাম গুরুপদ ভুঁইয়া। তাঁর বয়স ৬৪ বছর।

WB Panchayat Election 2023 Results: বাঁশবাগানে বোমা বিস্ফোরণ, হাত উড়ে গেল প্রৌঢ়ের
বোমার আঘাতে উড়ে গেল হাতের কব্জি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 7:37 PM

ময়না: ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে অশান্তির সূত্রপাত গ্রাম বাংলায়। ভোটের দিনও সেই রাজনৈতিক হিংসা বজায় ছিল। গণনার দিনও সেই ধারার কোনও পরিবর্তন হল না। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরে গণনার দিন বোমার আঘাতে হাত উড়ে গেল এক প্রার্থীর। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোরবদান গ্রামে ঘটেছে এই ঘটনা। আহত অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে তমলুক জেলা হাসপাতালে।

ময়নায় ভোট গণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। ওই ব্যক্তির নাম গুরুপদ ভুঁইয়া। তাঁর বয়স ৬৪ বছর। ওই ব্যক্তির পরিবারের সূত্রে জানা গিয়েছে, দুপুরে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। সে সময়ই এই বিপত্তি ঘটেছে। ওই বাঁশ বাগানে কেউ বা কারা বোমা মজুত করে রেখেছিলেন বলে অভিযোগ। গুরুপদ বাঁশ কাটতে গেলে সেই বোমা ফেটে যায়। এর জেরেই তাঁর বাম হাতের কব্জি উড়ে গিয়েছে। সারা দেহেই লেগেছে বোমার আঘাত। মাথাতেও গুরুতর চোট পেয়েছেন ওই ব্যক্তি।

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তিনি। ভোট গণনার দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে।