BJP to TMC: তমলুকে বড় ‘জয়’ তৃণমূলের

purba medinipur: তমলুকের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী বলেন, "তৃণমূল মিথ্যাচারী দল। বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ করানোর একটা মিত তৈরি করতে চাইছে । ১৯ নম্বর ওয়ার্ডের যে ৫০ জন কর্মীর যোগদানের তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তার মধ্যে ৭-৮ জন উপস্থিত ছিলেন ওই মঞ্চে।

BJP to TMC: তমলুকে বড় জয় তৃণমূলের
তৃণমূলে যোগদান Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 05, 2025 | 9:11 PM

তমলুক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় কি বাড়ছে বিজেপি ছাড়ার হিড়িক? কারণ, পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি ছেড়ে তৃণমূলে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় যোগদান। যদিও, তৃণমূলের লোককেই বিজেপির বুথ সভাপতি বানিয়ে দলে যোগদান করিয়ে মিথ্যাচার করছেন তমলুকের বিধায়ক বলে দাবি বিজেপির।

তথ্য বলছে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তমলুকের ১৯ নম্বর ওয়ার্ডের ৫০ জন । বিরোধী দলনেতার বিধানসভা নন্দীগ্রামের ১৩৫ টি পরিবার। এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের জন ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। যা সাম্প্রতিক কালে তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূলে বড় যোগদান বলছে রাজনৈতিক মহল। তমলুকের ১৯ নম্বর ওয়ার্ড থেকেই ৫০ জন বিজেপি কর্মী যোগ দেয় তৃণমূলে। যে ৫০ জনের তালিকায় ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল প্যাডে।এদের মধ্যে রয়েছে তুষার কান্তি মান্না। যিনি ২৭০ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি। এছছাড়াও রয়েছেন, ২৭৩ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সুভাষ জানা, রবীন্দ্রনাথ মান্না বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য। একসঙ্গে এত বিজেপি কর্মীর যোগদান নিয়ে স্পষ্টত অস্বস্তিতে গেরুয়া শিবির।

তমলুকের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী বলেন, “তৃণমূল মিথ্যাচারী দল। বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ করানোর একটা মিত তৈরি করতে চাইছে । ১৯ নম্বর ওয়ার্ডের যে ৫০ জন কর্মীর যোগদানের তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তার মধ্যে ৭-৮ জন উপস্থিত ছিলেন ওই মঞ্চে। তবে রবীন্দ্রনাথ মান্না, তুষার কান্তি মান্না এরা কোনও দিনই বিজেপির পতাকার তলায় আসেনি। ফলে বিজেপির বুথ সভাপতি হওয়া দুরস্ত। এরা তৃণমূলেরই একটা গোষ্ঠী ছিল। মান অভিমান নিয়ে দল থেকে দূরে সরে ছিল।”

২৭২ নং বুথের বুথ সভাপতি শ্যামল কুমার প্রামাণিক বলেন, “তুষার কান্তি মান্না প্রথম থেকেই তৃণমূল ছিলেন, তাকেই আবার তৃণমূলের যোগদান করানো হয়েছে। উনি কোনওদিন বুথ সভাপতি ছিলেন না। সে ক্ষেত্রে মিথ্যা চার করছে তৃণমূল।” এ প্রসঙ্গে, বিধায়ক তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, “প্রায় ৫০ জন যোগদান করেছেন। ওদের অনেক নেতা-নেত্রীও যোগদান করেছেন। ওই সকল ব্যক্তিরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলেই তৃণমূলে যোগদান করেছেন।”