Purba Medinipur: ভোটের আগেই শুভেন্দুর জেলায় বদলে গেল একঝাঁক পুলিশ অফিসার, কে কোথায় দায়িত্ব পেলেন?

West Bengal Police: ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদর দফতরে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পদোন্নতি হয়েছে এগরার বিদায়ী এসডিপিও দেবীদয়াল কুণ্ডুর। এছাড়া জেলার তমলুক, পাঁশকুড়া, কাঁথি, এগরা, তমলুক সাইবার ক্রাইম থানার আইসি পদে রদবদল করা হয়েছে। এই ৫ থানার নতুন আইসি হয়েছেন যথাক্রমে সুমন বগি, রাহুল দেবনাথ, সুদীপকুমার পাল, বৈদ্যনাথ দাস ও তাজুল ইসলাম সরকার।

Purba Medinipur: ভোটের আগেই শুভেন্দুর জেলায় বদলে গেল একঝাঁক পুলিশ অফিসার, কে কোথায় দায়িত্ব পেলেন?
চাপানউতোর প্রশাসনিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 07, 2026 | 10:06 AM

পূর্ব মেদিনীপুর: এসডিপিও, ডিএসপি এবং ইন্সপেক্টর পদে একাধিক রদবদল পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার জারি হওয়া দুই পৃথক বিজ্ঞপ্তি বলছে তমলুকের এসডিপিও পদ থেকে সরিয়ে আফজাল আবরারকে পূর্ব বর্ধমানের কালনার এসডিপিও হিসেবে নিযুক্ত করা হয়েছে। সেখানকার এসডিপিও শুভদীপ ঘোষকে তমলুকের এসডিপিও পদে আনা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ডিএসপি(ডি অ্যান্ড টি) পদ থেকে এগরার এসডিপিও পদে বদলি হয়েছেন আবুনুর হোসেন। তাঁর জায়গায় আসছেন মোহিত মোল্লা। এর আগে তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের এসিপি পদে ছিলেন। 

ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদর দফতরে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পদোন্নতি হয়েছে এগরার বিদায়ী এসডিপিও দেবীদয়াল কুণ্ডুর। এছাড়া জেলার তমলুক, পাঁশকুড়া, কাঁথি, এগরা, তমলুক সাইবার ক্রাইম থানার আইসি পদে রদবদল করা হয়েছে। এই ৫ থানার নতুন আইসি হয়েছেন যথাক্রমে সুমন বগি, রাহুল দেবনাথ, সুদীপকুমার পাল, বৈদ্যনাথ দাস ও তাজুল ইসলাম সরকার। এছাড়া জেলার এনফোর্সমেন্ট শাখায় বিনয় কুমার মান্না এবং মহম্মদ মাহিউল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। বর্তমান ডিইবি ইন্সপেক্টর ইমরান মোল্লাকে জেলা গোয়েন্দা শাখায় এবং অভিষেক তালুকদারকে কৃষ্ণনগর পুলিশ জেলায় বদলি করা হয়েছে। হলদিয়া কোর্ট ইন্সপেক্টর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শুভময় সাহা মণ্ডল।

এছাড়া অন্যদিকে একটি নির্দেশিকা বলছে লগ্নজিতা বিতর্কে নাম জড়ানো ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকেরও বদলি হয়েছে। তাঁকে নন্দীগ্রাম থানায় পাঠানো হয়েছে। তার জায়গায় কাঁথি থানা থেকে প্রলয় চন্দকে ভগবানপুরের ওসি করা হয়েছে। অন্যদিকে বিজেপি কর্মী গ্রেফতার কাণ্ডে নাম জড়ানো অফিসার নন্দীগ্রামের মুকুল মল্লিককে জেলা পুলিশ লাইনে পাঠানো হচ্ছে। সবটা নিয়েই চাপানউতোর পুলিশ মহলে।