Brutality: সোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়, কুকুরের পায়ে বাজি বাঁধার ঘটনায় আটক ৯
Medinipur: নির্মম এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।
মেদিনীপুর: কুকুরের পায়ে বাজি বেঁধে উড়িয়ে দেওয়ার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। শেষমেশ তদন্তে নামল খড়্গপুর টাউন থানার পুলিশ । তদন্তে নেমেই জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করল তারা। আজ খড়্গপুরের একটি পশুপ্রেমী সংস্থা ওই কুকুরটিকে উদ্ধার করে তাঁদের রেসকিউ সেন্টারে এনে চিকিৎসা চালায়।
নির্মম এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। চারিদিকে নিন্দার ঝড় উঠতে থাকে। বারবার প্রশ্ন উঠতে থাকে রাস্তার সারমেয়দের সুরক্ষার। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় খবরের প্রকাশের পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপর সংবাদমাধ্যমের কর্মীদের ফোন করে বিষয়টি জেনে তদন্তে নামে খড়্গপুর টাউন থানার পুলিশ ।
প্রসঙ্গেত, খরিদায় এলাকায় একটি রাস্তার কুকুরের বাঁ দিকের পিছনের পায়ে কে বা কারা বাজি বেঁধে দেয়। তাতে পায়ের অর্ধেক অংশ একেবারে উড়ে গিয়েছে। প্রবল যন্ত্রণায় ছটফট করছে সারমেয়টি। ভাল করে গলা ছেড়ে চিল চিৎকার করার মতোও শক্তি নেই ওর। মানুষ দেখলেই কোঁকাচ্ছে। ভয় পাচ্ছে! কী দিন এল। পশুও মানুষকে ভয় পেতে শুরু করেছে।
মনোবিদ সুজিত সরখেলের প্রতিক্রিয়া, “আমাদের মেন্টাল ডিসঅর্ডারের সেকশনে এটাকে আমরা কনট্যাক্ট ডিসঅর্ডার বলি। বড় হলে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি হয়। এই পশু বা যারা অসহায় তাদের প্রতি অত্যাচার করে খুব আনন্দ পায়। তার জন্য পরবর্তী কালে কোনও অনুতাপও কাজ করে না। এই ধরনের ঘটনা যেটা ঘটেছে এটা কোনও সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। যারা এগুলো করছে তাদের অবশ্যই শনাক্ত করা দরকার এবং আলাদা করে ডিলও করা উচিৎ। কারণ, পরবর্তী কালে এরা অন্যান্য অপরাধও খুব সহজেই করতে পারে।”
আরও পড়ুন: Corona Update: রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ, তবে আজও কম কোভিড পরীক্ষার হার
আরও পড়ুন: Viral Video: নিজের আর পুতুলের তাপমাত্রা পরীক্ষা করাল এই শিশু, ভিডিয়ো দেখে স্তম্ভিত নেটপাড়া…